Select Page

‘জয় বাংলা’ ও ‘১৯৭১ এর একখণ্ড ইতিহাস’ ছবিতে কী আছে?

‘জয় বাংলা’ ও ‘১৯৭১ এর একখণ্ড ইতিহাস’ ছবিতে কী আছে?

প্রতি বছর বিজয় দিবস এলে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা নিয়ে আলোচনা বা মুক্তির তোড়জোর দেখা যায়। এবারও ডিসেম্বরের এই শুক্রবারে মুক্তি পেতে যাচ্ছে দুই সিনেমা। এর সঙ্গে এক সময়ের নামি পরিচালক ও নায়ক যুক্ত থাকলেও কপালে জুটেছে শুধুই হাস্যরস।

কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ ও রুবেল অভিনীত ‘১৯৭১ এর একখণ্ড ইতিহাস’-এর পোস্টার বা ট্রেলার কোনোটিই মন ভরাতে পারেনি। উল্টো ঠাট্টা-বিদ্রূপের বন্যা বইয়ে যাচ্ছে।

সরকারি অনুদান ও মুনতাসির মামুনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘জয় বাংলা’য় অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। পরিচালক কাজী হায়াৎসহ আছেন এফডিসি কেন্দ্রিক একসারি পরিচিত মুখ।

১৯৭১ পূর্ববর্তী গণ-আন্দোলনসহ অন্যান্য বিষয়ও উঠে এসেছে ছবিতে। কিন্তু ছবির দায়সারা নির্মাণ, গতানুগতিক অভিনয় বা কাহিনি বর্ণনা মিলিয়ে বিদ্রূপের শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এর আগে স্মরণীয় অনেক রাজনৈতিক সিনেমা নির্মাণে করে ঢালিউডের ইতিহাসে অনস্বীকার্য নির্মাতা হয়ে উঠা কাজী হায়াতের এই অবস্থা দেখে অনেকেই বলছেন, আগেই তার অবসরে যাওয়ার দরকার ছিল।

এ ছাড়া সরকারি অনুদানের এই অপব্যবহার দেখে দর্শক ক্ষুব্ধ। এর আগেও সরকারি টাকায় দায়সারাভাবে অনেক সিনেমা নির্মিত হয়েছে। এতে নতুন সংযোজন ‘জয় বাংলা’, সঙ্গে জড়ানো হয়েছে মুক্তিযুদ্ধের নাম।

নব্বই দশকের অন্যতম প্রধান তারকা রুবেল অনেকদিন ধরে সিনেমায় নিয়মিত নন। মিজানুর রহমান শামীম পরিচালিত ‘১৯৭১ এর একখণ্ড ইতিহাস’-এ কোনো চমকই দেখা গেল না। উল্টো অভিনেতাকে দেখে হতাশ হওয়া যথেষ্ট কারণই রয়েছে। তার লুক দেখে সোহেল রানা বলে বিভ্রম হতে পারে। কাস্টিং বা নির্মাণে কোনো চমক নেই।


মন্তব্য করুন