Select Page

জাজের ‘কাঁটাতারের বেড়া’, নায়িকা শাবনূর

জাজের ‘কাঁটাতারের বেড়া’, নায়িকা শাবনূর

কয়েক মাস আগে জাজ মাল্টিমিডিয়ার ফেইবুক পেজে বলা হয়, ‘কুইন ইজ ব্যাক’। এর পর থেকে ভক্তদের মাঝে রটে যায় শাবনূর ফিরছেন। এবার জানা গেল, সেই ছবির নাম ‘কাঁটাতারের বেড়া’।

রবিবার জাজের পেজে লেখা হয়, “She is back… বেশ কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেইজ থেকে এইরকম একটা পোস্ট দেওয়া হয়। তখন অনেকেই কৌতূহলী হয়ে জানতে চাইছিলেন- কে সেই জন?
এখন বলার সময় এসেছে! উনি হচ্ছেন ঢালিউডের সম্রাজ্ঞী শাবনূর। অনেক দিন পর তিনি বাংলা চলচ্চিত্রের মূল নায়িকার চরিত্রে ফিরছেন। আর চলচ্চিত্রের গল্পটাও ওনার অভিনয়ের উপযোগী।”

চলচ্চিত্রে নাম ‘কাঁটাতারের বেড়া’ উল্লেখ করে জানানো হয়, নায়কের ভূমিকায় থাকছে চমক। তা যথা সময়েই জানানো হবে।

আরও বলা হয়, “শাবনূর বর্তমানে একজন অস্ট্রেলিয়ান নিউট্রেশিয়ান ও জিম ট্রেইনারের অধীনে নিজেকে তৈরি করছেন ‘কাঁটাতারের বেড়া’ সিনেমার জন্য । আপনারা জানেন জাজ মাল্টিমিডিয়া যেকোনো চলচ্চিত্র নির্মাণের পূর্বে শিল্পীদের চরিত্র অনুযায়ী যথাযথভাবে তৈরি করতে পছন্দ করে। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। আপনারা ‘কাঁটাতারের বেড়া’ চলচ্চিত্রে এক নতুন গ্ল্যামারাস শাবনূরকে পাবেন বলে আশা রাখছি।”

শাবনূর প্রস্তুত হলেই বাকি ঘোষণা আসবে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares