Select Page

জাজের সিনেমায় বাপ্পী, ক্ষমা চাইলে অন্যরাও সুযোগ পাবেন

জাজের সিনেমায় বাপ্পী, ক্ষমা চাইলে অন্যরাও সুযোগ পাবেন

# সপ্তাহখানেক আগে আব্দুল আজিজের কাছে ক্ষমা চান বাপ্পী চৌধুরী
# জাজের নতুন সিনেমার নায়ক হিসেবে এখন বাপ্পীকে ভাবা হচ্ছে
# সিনেমাটি গায়ক প্রীতম হাসানকে অফার করা হলেও তিনি ফিরিয়ে দেন
# আজিজ বলেন, ক্ষমা চাইলে অন্যরাও সুযোগ পাবেন

যৌথ প্রযোজনাকে যৌথ প্রতারণা সংজ্ঞায়িত আন্দোলনের সূত্র ধরে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে দূরত্ব বাড়ে বাপ্পী চৌধুরীর। যদিও এ প্রতিষ্ঠানের মাধ্যমেই সিনেমায় আসেন। সপ্তাহখানেক আগে নায়ক জানান আন্দোলনের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল।

আর অতীতের ভুলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমাও চেয়েছেন বাপ্পী

ক্ষমা চাওয়ার পর আব্দুল আজিজ জানিয়েছিলেন, ‘ভালবাসার রঙ’র নায়ককে ক্ষমা করে দিয়েছেন তিনি। ভবিষ্যতে সুযোগ তৈরি হলে সিনেমায়ও নিতে চান বাপ্পীকে।

আব্দুল আজিজ যে মিথ্যে বলেননি তার প্রমান তিনি দিয়েছেন। ঘোষণা দিয়েছেন জাজের নতুন ছবি ‘বউ’-এ নায়ক হিসেবে নেওয়া হবে বাপ্পীকে।

সারাবাংলা ডটনেট প্রশ্ন করে, ক্ষমা চাওয়াতেই কি বাপ্পী চৌধুরী পুরস্কৃত হলেন?

আজিজ বলেন, ‘ব্যাপারটা সেরকম না। সে আমার ছোট ভাইয়ের মতো। ভুল করেছিল, আবার নিজের ভুল বুঝতেও পেরেছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। নতুন একটি ছবিতে কাজেরও সুযোগ দিচ্ছি।’

আজিজ জানান, বাপ্পীর মতো যারাই দুঃখপ্রকাশ করবে তাদের সবাইকেই ক্ষমা করবেন তিনি। চিত্রনাট্য মিললে ছবিতেও সুযোগ দেবেন।

‘বউ’ শিরোনামের ছবিটিতে গায়ক প্রীতম হাসানের নায়ক হওয়ার কথা ছিল। তিনি সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে অনীহা প্রকাশ করেন। তাই নায়ক হিসেবে এখন বাপ্পীকে ভাবা হচ্ছে।

আব্দুল আজিজ জানিয়েছেন, কাজটি পেতে হলে বাপ্পীকে ওজন কমাতে হবে। কারণ ছবির গল্পে একজন মোটা নায়িকার বিপরীতে থাকবেন একজন হালকা-পাতলা নায়ক।


Leave a reply