Select Page

জাজে ফিরছেন মাহি, সঙ্গে জিৎ

জাজে ফিরছেন মাহি, সঙ্গে জিৎ

Mahi_bg_524724315

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে অভিনেত্রী মাহিয়া মাহির দ্বন্দ্বের অবসানের খবর চাউর হয়েছে আগেই। এবার সেটার আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল। খবর কালের কণ্ঠ

প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম ঠিক না হওয়া নতুন ছবিতে অভিনয় করবেন মাহি। বিপরীতে নায়ক টালিগঞ্জের জিৎ। পরিচালনা করবেন টালিগঞ্জের বহু হিট ছবি উপহার দেওয়া রাজ চক্রবর্তী। প্রযোজক সমিতির ইফতার পার্টিতে এই তথ্য দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

তিনি আরো জানান, নতুন এই ছবির ব্যাপারে জিৎ, রাজ চক্রবর্তী ও মাহির সঙ্গে কথা হয়েছে। ঈদের পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

‘রোমিও ভার্সেস জুলিয়েট’-এ অঙ্কুশ হাজরা, ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘অগ্নি ২’-তে ওমের পর জিৎ হতে যাচ্ছেন মাহির তিন নাম্বার বিদেশি নায়ক।


মন্তব্য করুন