Select Page

জাতীয় পুরস্কারের মঞ্চেও ফেরদৌস-পূর্ণিমা

জাতীয় পুরস্কারের মঞ্চেও ফেরদৌস-পূর্ণিমা

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করবেন ফেরদৌস ও পূর্ণিমা। এর আগে একাধিক অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গেছে তাদের। আর নতুন খবরটি দিয়েছে প্রথম আলো।

৪ এপ্রিল তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১৬ সালের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ বিজয়ীদের নাম প্রকাশ করে। ৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বিজয়ী শিল্পীরা পুরস্কার গ্রহণ করবেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ নিয়ে ফেরদৌস বলেন, ‘আমি তৃতীয়বারের মতো অনুষ্ঠানটি উপস্থাপনা করছি। এই অনুষ্ঠানের উপস্থাপনা অনেক সম্মানের। তবে এই অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে খুব চাপ অনুভব করি। কারণ, সামনে বসে থাকেন প্রধানমন্ত্রী। তবে সব মিলিয়ে এক অবিশ্বাস্য রকম সুন্দর অনুভূতি হয়।’

পূর্ণিমা বলেন, ‘গত বছর এই অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম আমি আর চঞ্চল চৌধুরী। এটা আমার জন্য খুব সম্মানের ছিল, আবার সৌভাগ্যের। কারণ, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে উপস্থাপনা করেছি। আগে থেকেই স্ক্রিপ্ট তৈরি করা থাকে। সেখানে নিজে থেকে কিছু বলার সুযোগ নেই। ৮ জুলাই অনুষ্ঠান হবে। তার আগের দিন আমরা উপস্থাপনা নিয়ে বসব। স্ক্রিপ্ট পড়ব, আলোচনা করব।’

সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে বিটিভির মহাপরিচালক হারুন-অর-রশীদ বলেন, ‘৪৫ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুটা হবে অর্কেস্ট্রা পরিবেশনার মধ্য দিয়ে। থাকবে সাদিয়া ইসলাম মৌয়ের নাচ। এই নাচের মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের বিবর্তন আর সরকারের উন্নয়নের বিষয়টি তুলে ধরা হবে।’


মন্তব্য করুন