Select Page

জানা গেল অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’-এর বাংলা নাম

জানা গেল অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’-এর বাংলা নাম

সম্প্রতি দ্বিতীয় ছবি শুরু করেছেন নির্মাতা অমিতাভ রেজা। ছবির নাম এতোদিন ধরে সবাই ‘রিকশা গার্ল’ জেনে আসলেও শেষ সময়ে এসে করতে হলো ছবির নাম পরিবর্তন।

অমিতাভ রেজা গণমাধ্যমকে জানালেন, আপাতত আমার ‘রিকশা গার্ল’ ছবির বাংলা নাম রাখা হয়েছে ‘নাইমার রঙ’। কারণ আমাদেরকে জানালো হলো ইংরেজি নাম বাংলাদেশে সেন্সর হয় না। তাই আমরা এ ছবির ইংরেজি নামটা পরিবর্তন করেছি।

‘নাইমার রঙ’-এর পাশাপাশি ইংরেজিতে ‘রিকশা গার্ল’ নামটিও থাকছে। তবে এ ছবির সেন্সর হবে বাংলা নামেই।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নভেরা রহমান। গত মাসের মাঝামাঝিতে রাজধানীর বাইরে টানা আট দিন শুট করেছেন বলে জানান নির্মাতা। শিগগির আবার ঢাকায় শুটিংয়ে যাবেন বলে জানান অমিতাভ রেজা।

২০০৭ সালে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের বেস্টসেলার উপন্যাস ‘রিকশা গার্ল’ এর ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘নাইমার রঙ’ নামের ছবিটি। উপন্যাসটিকে চিত্রনাট্যে রূপান্তর করেন আলোচিত টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র লেখক দলের অন্যতম সদস্য বাংলাদেশি শর্বরী জোহরা আহমেদ। সঙ্গে ছিলেন নাসিফ আমিন।

‘নাইমার রঙ’-এর গল্পে দেখা যাবে, মুখ্য চরিত্র ‘নাইমা’ তার অসহায় পরিবারকে সাহায্য করার জন্য পুরুষের ছদ্মবেশে অসুস্থ বাবার রিকশা চালাতে শুরু করেন। রিকশাটিকে তার বাবা নিজের থেকেও বেশি ভালোবাসেন। কিন্তু রাস্তায় নেমে সেই রিকশাটিকেই কিছু একটার সাথে ধাক্কা লাগিয়ে নষ্ট করে ফেলে নাইমা।

এরপর শুরু হয় দৃঢ়চেতা নাইমার এক নতুন লড়াইয়ের গল্প। এতে উঠে আসবে দেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংয়ের গল্পও। ছবিতে থাকবে অ্যানিমেশনের কাজও।

শাকিব খান ছবিটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন বলেও জানিয়েছেন অমিতাভ রেজা। যদিও শুটিং শেষের আগে পুরো বিষয়টি নিয়ে বিস্তর আলাপে বেশ আপত্তি রয়েছে এই মেধাবী নির্মাতার।


মন্তব্য করুন