Select Page

জানুয়ারিতে নতুন ছবি শুরু করবেন ফারুকী

জানুয়ারিতে নতুন ছবি শুরু করবেন ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী মানে নতুন চমক। তার নতুন সিনেমা ‘শনিবার বিকেল’ নিয়েও দর্শক আগ্রহের অন্ত নেই। দৃশ্যায়নের পর অনেকদিন আলোচনায় না থাকা সিনেমা নিয়ে মুখ খুললেন নির্মাতা।

পাশাপাশি জানালেন, জানুয়ারি থেকে শুরু করছেন নতুন সিনেমার শুটিং।

প্রথম আলোকে এ নির্মাতা বলেন, ‘শনিবার বিকেল ছবির কাজ প্রায় শেষ। এটা এই পর্যন্ত করা আমার কাজের মধ্যে সবচেয়ে কঠিন ছিল। শুধু কারিগরি দিক থেকেই না, গল্পের দিক থেকেও। আমরা অসাধারণ একটা শিল্পী-কুশলী দল পাওয়ায় পুরো কাজটা খুব ভালোভাবে শেষ করা গেছে। আশা করি, এই বছরই মুক্তি পাবে। এরপর জানুয়ারি থেকে আবার নতুন ছবির শুটিং।‘

‘শনিবার বিকেল’ ছবিতে অভিনয় করছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায় ও ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি।

এটি ফারুকীর উচ্চাভিলাষী ‘আইডেন্টিটি ট্রিলজি’র প্রথম সিনেমা।  তবে পরের সিনেমাটি এর অংশ কি-না জানা যায়নি।

এদিকে ১১ বছর পর আবারো টেলিভিশন নাটকে ফিরছেন ফারুকী। দেড় যুগ আগে একুশে টেলিভিশনের জন্য নির্মাণ করেছিলেন আনিসুল হকের উপন্যাস অবলম্বনে ‘আয়েশামঙ্গল’। একই গল্পটি আবারো নির্মাণ করছেন। ‘আয়েশামঙ্গল’ প্রচার হবে ঈদুল আজহায়।


মন্তব্য করুন