Select Page

জীবন-মরণকে সাক্ষি মানল ‘পোড়ামন ২’

জীবন-মরণকে সাক্ষি মানল ‘পোড়ামন ২’

নির্মাণের ঘোষণা থেকে ‘পোড়ামন ২’ আছে আলোচনায়। সাম্প্রতিক সময়ে সিনেমাটির একের পর এক পোস্টার প্রকাশ হচ্ছে। যা স্থিরচিত্রের মাধ্যমে বলে দিচ্ছে অনেক কথা— প্রেমের কথা।

তৃতীয় পোস্টারে দেখা গেল, দুই অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও পূজা চেরি শুয়ে আছেন কবরে। তবে কি তারা জীবন-মরণকে ভালোবাসার সাক্ষি মানলেন?

পোস্টার ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে একরাশ প্রশ্ন ছুড়ে দেওয়া হলো—

ভালোবাসা কি অন্যায় ?
ভালোবাসা কি পাপ ?
যদি অন্যায় হয়,
তাহলে কেন মানুষের বুকে এত ভালোবাসা ?
কেন আমার বুকে, সুজনের জন্য এত ভালোবাসা ?

‘পোড়ামন ২’ পরিচালনা করছেন রায়হান রাফি। প্রযোজনায় আছে জাজ মাল্টিমিডিয়া।

এর আগে প্রথম পোস্টারে বাজিমাত করে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ জানায়, বাংলাদেশি সিনেমার পোস্টার হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেকর্ড গড়েছে ‘পোড়ামন ২’।

ফেসবুকে পোস্টারটি ২৪ ঘণ্টায় ২ লাখ লাইক পেয়েছে আর রিচ হয়েছে ২০ লাখবার। এর আগে ইফতেখার চৌধুরী পরিচালিত একই প্রতিষ্ঠানের ‘অগ্নি’র ফার্স্টলুক ২৪ ঘণ্টায় ১ লাখ লাইক পেয়েছিল। রিচ হয়েছিল ১১ লাখবার।

দ্বিতীয় পোস্টারও মন কাড়ে দর্শকের। সোমবার সন্ধ্যায় প্রকাশ হওয়া তৃতীয়টিও কাড়বে নিঃসন্দেহে! আর এবার নিশ্চয় দর্শক স্থিরচিত্রের বাইরে নতুন কিছু পেতে চাইবে! দেখা যাক পরিচালক কী উপহার দেন।

২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালনায় প্রথম পর্ব ‘পোড়ামন’ মুক্তি পায়। যার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মাহি ও সাইমন। তবে আগেরটি মত শুধুমাত্র কাহিনি ট্র্যাজেডি দিয়ে শেষ হয়, বাকি কোনো কিছুর মিল থাকবে না বলে দাবি পরিচালকের। তার রেশ পাওয়া পোস্টারে।

সিনেমাটি মুক্তি পাবে বৈশাখে।


মন্তব্য করুন