Select Page

জুটি বাঁধছেন সাইমন-অমৃতা

জুটি বাঁধছেন সাইমন-অমৃতা

Saimon-Amritaঅমৃতা এখন পর্যন্ত দুটি চলচ্চিত্রে করলেও কোনটিরই কাজ হয়ে মুক্তির আলো দেখেনি। অন্যদিকে, সাইমন অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে যার একটি ‘পোড়ামন‘ ব্যবসায়িক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এই দুজন এবার জুটি বাঁধছেন নতুন একটি চলচ্চিত্রে, নাম ‘অজান্তে ভালোবাসা’।

সূর্য চলচ্চিত্রের প্রযোজনায় এই ছবিটি পরিচালনা করবেন এজে রানা। ছবির কাহিনী লিখেছেন কমল সরকার। আগামী ২০ জানুয়ারী থেকে চলচ্চিত্রের শ্যুটিং শুরু হবে। গত সোমবার সাইমন এবং অমৃতা চুক্তিবদ্ধ হয়েছেন।

সাইমন বলেন, আমার আজকের এই অবস্থানের পেছনে সবচেয়ে বড় অবদান পরিচালক জাকির হোসেন রাজু স্যার এবং জাজ মাল্টিমিডিয়ার। তারা আমাকে গড়ে তুলেছেন বলে এখন আমি নিয়মিত কাজ করছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সেই সঙ্গে যারা আমাকে নিয়ে নতুন নতুন ছবিতে কাজ করছেন তাদের প্রতিও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

অমৃতা বলেন, যদিও আমার কোন ছবি এখনও মুক্তি পায়নি, তারপরও আশাবাদী আমার প্রতিটি ছবি দর্শকের ভাল লাগবে। সাইমন ভাইয়ার সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছি, আশা করি ভাল কিছুই হবে।’

সূত্র: মানবজমিন

 


মন্তব্য করুন