
জুটি বাধলেন প্রসূন-মারুফ
‘নিঃশব্দ আর্তনাদ’ ও ‘বেঈমান’-এর পর আরও একটি ছবিতে সমপ্রতি চুক্তিবদ্ধ হয়েছেন লাক্সসুন্দরী প্রসূন আজাদ। ছবির নাম ‘রাজা গোলাম’। ছবিটি পরিচালনা করছেন বিদ্যুৎ। এখানে কাজী মারুফের বিপরীতে অভিনয় করবেন প্রসূন। ছবিতে অভিনয় করবেন কাজী হায়াৎও।
ছবিটিতে একজন ক্রাইম রিপোর্টার হিসেবে দেখা যাবে প্রসূনকে। আর মারুফ অভিনয় করবেন একজন শীর্ষ গ্যাংস্টারের ভূমিকায়।
তৃতীয় এই চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে প্রসূন আজাদ বলেন, ‘রাজা গোলাম’ ছবিটিতে চুক্তিবদ্ধ হলাম সমপ্রতি। অনেক সুন্দর কাহিনীর একটি ছবি এটি। ছবিতে আমার চরিত্রটিও অনেক চমৎকার। এখানে অপরাধ জগতের নারী সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে আমাকে। তাই চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। খুব শিগগিরই ছবিটির শুটিং শুরু হচ্ছে।
সূত্র: মানবজমিন
অামাদের সুপারিশ