Select Page

জোর প্রচারণায় পদ্ম পাতার জল

জোর প্রচারণায় পদ্ম পাতার জল

Poddo Patar Jolপ্রতিদ্বন্দ্বী খুব শক্তিশালী। দেশের এক নাম্বার নায়ক শাকিব খানের দুটি চলচ্চিত্র এবং যৌথ প্রযোজনায় বিগবাজেটের চলচ্চিত্র অগ্নি ২ যার প্রধান চরিত্রে বর্তমানে বাংলাদেশের এক নাম্বার নায়িকা মাহিয়া মাহি। এদের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার আগে সব প্রযোজকই ভেবে দেখেন। কিন্তু সময়টাও ঈদের মওসুম। তাই একেবারে পিছু হটতে চাচ্ছেন না প্রযোজনা সংস্থা – জোর প্রচারনা চালাচ্ছেন তাদের ছবির। ছবির নাম পদ্ম পাতার জল

প্রচারণার কাজে অন্য সব ছবির চেয়ে এগিয়ে পদ্ম পাতার জল। প্রায় দুই মাস আগে থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে গিয়েছে ছবির কলাকুশলীরা, শিক্ষার্থীদের সাথে কথা বলে ছবি দেখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। সম্প্রতি ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে ছবিটির টিজার যা সকলের দৃষ্টি আকর্ষন করেছে। এবার পদ্ম পাতার জল টিম ইফতার করলেন হাজার এতিম শিশুর সাথে।

ছবির নায়ক নায়িকা ইমন এবং বিদ্যা সিনহা মিম, চিত্রনাট্যকার লতিফুল ইসলাম শিবলীসহ আরও অনেকে ছিলেন প্রচারণার কাজে। রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় প্রায় এক হাজার শিশুর সাথে ইফতার শেষে আমও খাওয়ান তারা।

তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্মপাতার জল’ ছবিতে অভিনয় করেছেন ইমন, মিম, তারিক আনাম খান, অমিত হাসান, নিমা রহমান, চিত্রলেখা গুহ, আবু হেনা রনি, নয়ন খান, রোমানা স্বর্ণাসহ অনেকে।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন