Select Page

ব্ল্যাকমানি সিনেমার নতুন গান “তোমাকে আমি শুধু চাই”

ব্ল্যাকমানি সিনেমার নতুন গান “তোমাকে আমি শুধু চাই”

সম্প্রতি সেন্সর ছাড় পাওয়া ব্ল্যাকমানি সিনেমার একটি গান ইন্টারনেটে মুক্তি পেয়েছে। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ চলচ্চিত্রে নতুন কেয়াকে দর্শকরা দেখতে পাবেন, কেয়ার এমন আশাবাদের কারণে বর্তমানে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ রয়েছে। এতে কেয়ার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন সময়ের ব্যস্ত অভিনেতা সাইমন সাদিক। এছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ

মুক্তি পাওয়া ‘তোমাকে আমি শুধু চাই’ গানটির লিখেছেন কবির বকুল। কণ্ঠ দিয়েছেন কণা ও কিশোর। সুর করেছেন শওকত আলী ইমন। বিএমডিবি’র পাঠকদের জন্য গানটি এখানে সংযুক্ত করা হলো।

[ফুলস্ক্রীনে দেখতে ভিডিওতে দুইবার ক্লিক করুন]


মন্তব্য করুন