Select Page

জ্যোতিও কলকাতায়

জ্যোতিও কলকাতায়

এবার টালিগঞ্জের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জ্যোতিকা জ্যোতি। পুরস্কারজয়ী বাকিটা ব্যক্তিগত ছবির নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য এবার সিনেমা বানাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে। এটি হবে প্রদীপ্তর দ্বিতীয় ছবি। ছবির অভিনেতাও চূড়ান্ত হয়ে গেছে। জ্যোতিকা জ্যোতির বিপরীতে এই ছবিতে দেখা যাবে কলকাতার ঋত্বিক চক্রবর্তীকে।

‘শব্দ’, ‘এক ফালি রোদ’, ‘এবার শবর’ ও ‘নির্বাক’ অভিনেতার সঙ্গে পর্দা ভাগাভাগি করার সুযোগ পেয়ে ভীষণ খুশি জ্যোতি।

তিনি বলেন, ‘খবরটা অনেক দিন ধরে চেপে রেখেছিলাম। প্রদীপ্তদা বলেছিলেন, সবুজ সংকেত পেলেই যেন সবাইকে জানাই। আজই [কাল] সবুজ সংকেত দিলেন। প্রথম ছবিতেই তিনি ভারতের জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তাঁর ছবির প্রধান নারী চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে সত্যিই আনন্দিত। সহশিল্পী ঋত্বিকের কথা ভেবেও ভালো লাগছে। মের প্রথম সপ্তাহে শুটিং। গ্রুমিংয়ের জন্য এক মাস আগেই কলকাতায় যাব। ’


মন্তব্য করুন