Select Page

টরন্টোতে ববিতার সংবাদ সম্মেলন

টরন্টোতে ববিতার সংবাদ সম্মেলন

image_57946গুণী অভিনেত্রী ববিতা অনেক খ্যাতি কুড়িয়েছেন দেশ-বিদেশ থেকে। শুধু অভিনয়েই নয়, তার সমাজসেবামূলক কার্যক্রম দিয়ে অভিনয়ের বাইরেও বাংলাদেশের নাম তুলে ধরছেন বিশ্ব দরবারে।

সম্প্রতি ছেলের সঙ্গে দেখা করা এবং জাতিসংঘের শুভেচ্ছাদূত হওয়ার বদৌলতে কিছু কাজ সমাপ্তের উদ্দেশ্যে কানাডায় যান তিনি। সেখানে যাওয়ার কয়েকদিন পরই কানাডার বহুল প্রচারিত জাতীয় পত্রিকার প্রচ্ছদে  কভারেজ অর্জন করেন।

এবার তিনি কানাডায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।  তার এবারের কার্যক্রমের শিরোনাম হলো ‘চাইল্ড রাইটস অ্যান্ড সাইট’। শিশু শ্রম, অধিকার ও তাদের দৃষ্টিশক্তি নিয়েই মূলত এই উদ্যোগ।

উল্লেখ্য, গত শুক্রবার ১৯ জুলাই টরন্টোস্থ ম্যারিন প্যারাডা ড্রাইভে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইফাতার পার্টি ও রাতের খাবারের আয়োজনও ছিল এই সম্মেলনে।

সুত্র: দৈনিক ইত্তেফাক


মন্তব্য করুন