Select Page

টিজারে মাহি-সোহম-ওমের ‘তুই শুধু আমার’

টিজারে মাহি-সোহম-ওমের ‘তুই শুধু আমার’

প্রথমবার কলকাতার সোহমের বিপরীতে দেখা গেল মাহিকে। সাথে আছেন ‘অগ্নি টু’র সহশিল্পী ওম। এমনটা ঘটেছে ‘তুই শুধু আমার’ সিনেমার টিজারে। এর মাধ্যমে তিন বছর যৌথ প্রযোজনার নিয়ে হাজির হচ্ছেন মাহি।

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার প্রকাশ হয়েছে ২৫ সেকেন্ডের দৈর্ঘ্যে টিজার। সেখানে টাইটেল গানের সঙ্গে একাধিক দৃশ্য ওঠে এসেছে মাহির সঙ্গে সোহম ও ওমের রসায়ন। শেষে রয়েছে খানিকটা রহস্যের ইঙ্গিত। অর্থাৎ, একটা রোমান্টিক গল্পের আড়ালে থাকতেও পারে অন্য কিছু।
বছর আগে লন্ডনে শুরু হয় সিনেমাটির নির্মাণ। তখন জানানো হয় ছবির গল্পে দেখা যাবে, মাহি লন্ডনে বড় হওয়া একজন সুপার মডেল। সবাই তার প্রেমে পাগল। কিন্তু মাহি কাকে ভালোবাসেন?

সিনেমাটিতে আরো আছেন বাংলাদেশের আমান রেজা। তবে তাকে টিজারে দেখা যায়নি।

কলকাতার এসকে মুভিজের সঙ্গে ‘তুই শুধু আমার’ প্রযোজনা করছে ঢাকার অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। যৌথভাবে পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি ও অনন্য মামুন।


মন্তব্য করুন