Select Page

টিজার প্রকাশ করে শুভ বললেন ‘খেলা হবে’, দেখুন এবার

টিজার প্রকাশ করে শুভ বললেন ‘খেলা হবে’, দেখুন এবার

অনলাইনে উন্মুক্ত হয় মঙ্গলবার রাতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সাপলুডু’ ছবির টিজার। এদিন নিজের ফেসবুকে টিজারটি আপলোড করে আরিফিন শুভ লিখেছেন ‘খেলা হবে’।

ঘোষণা থেকে সিনেমাটি আলোচনায় থাকলেও এতদিন ছবির কোনো স্টিল বা অন্য কোনো সূত্র ফাঁস করা হয়নি। মঙ্গলবার ছিল ‘সাপলুডু’র প্রযোজনা সংশ্লিষ্ট আরটিভির একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানেই উন্মোচিত হয় টিজার। তখন থেকে মুভি ভক্তদের উচ্ছ্বাস শুরু হয়। এর খানিকক্ষণ ফেসবুকে প্রকাশ হয় টিজার।

বেশ টান টান দৃশ্যে সাজানো হয়েছে ‘সাপলুডু’ টিজার। খ্রিলার ধর্মী গল্পের আভাসে নজর কেড়েছেন সবাই। বিশেষ করে দুটি ব্যর্থ ছবির পর শুভর জন্য এমন কিছুর দরকার ছিল।

সাপলুডুর শুটিং হয়েছে মানিকগঞ্জ, মধুপুর, গাজীপুর, টেকনাফ, লামা ও কক্সবাজারে।

থ্রিলার ঘরানার এই ছবিতে আরও অভিনয় করেছেন, তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকেই।

ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

https://m.facebook.com/story.php?story_fbid=1761011454044052&id=253724684671929


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares