Select Page

টেলিভিশনের নাঈম এখন চলচ্চিত্রে

টেলিভিশনের নাঈম এখন চলচ্চিত্রে

image_1437_350580.gifটেলিভিশনের ব্যস্ত অভিনেতা নাঈম এখন চলচ্চিত্রে ব্যস্ত সময় কাটাচ্ছেন। হাতে আছে দুটি ছবি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি চলচ্চিত্রের ব্যস্ততা নিয়ে কথা বলেন।

প্রথম চলচ্চিত্র ‘জাগো’ তাকে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে। তার মুখ থেকেই শুনা যাক। তিনি বলেন, আমার অভিনীত প্রথম চলচ্চিত্র খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’। এই ছবির সুবাদে বিনোদন অঙ্গনে শক্ত অবস্থান পেয়েছি। এতে আমার অভিনয় প্রদর্শনেরও জায়গা ছিল। এখনও কোনো বিপণি বিতানে গেলে ভক্ত-দর্শকরা ‘জাগো’ ছবির জয় বলে আমাকে ডাকে। এটা অন্যরকম এক অভিজ্ঞতা।

বর্তমান তিনি  ‘ভালোবাসার রংধনু‘ চলচ্চিত্রের কাজ করছেন। এটি আগামী বছর মুক্তি পাবে। এরই মধ্যে তার তৃতীয় চলচ্চিত্রের কাজ শুরু হয়েছে। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ছবিটির নাম ‘এই মুহূর্তে’।

সুত্র: সমকাল


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares