Select Page

টেলিভিশন নাটকে শাকিব খান

টেলিভিশন নাটকে শাকিব খান

image_58219আসন্ন ঈদে প্রথমবারের মতো কোন টেলিভিশন নাটকে দেখা যাবে শাকিব খানকে। তার সাথে থাকছেন অপু বিশ্বাস

শাকিব খানকে এমনিতেই টেলিভিশন অনুষ্টানে খুব কমই দেখা যায়। যা কয়েকবারের দেখা গেছে, তাও বিশেষ দিবসের টকশো-তে।  এবার তার ব্যতিক্রম ঘটিয়ে নাটকে উপস্থিত হলেন।

এশিয়ান টেলিভিশনের প্রচার চলতি সিরিয়াল ‘জীবন সংসার’-এ বিশেষ পর্বে এই জুটিকে দেখা যাবে।

‘জীবন সংসার’-এ এক বিশেষ পার্টিতে হাজির হবেন এই তারকা জুটি।

নাটকটির পরিচালক মাইনুল হোসেন খোকন আশা করছেন, দর্শকরা বিশেষ পর্বটি উপভোগ করবেন।

সুত্র: দৈনিক ইত্তেফাক


মন্তব্য করুন