Select Page

ডাবিংয়ে যাচ্ছে ‘ছুঁয়ে দিলে মন’

ডাবিংয়ে যাচ্ছে ‘ছুঁয়ে দিলে মন’

sm1_210298648

শিহাব শাহিন পরিচালিত প্রথম ছবি ‘ছুঁয়ে দিলে মন’ ডাবিংয়ে যাচ্ছে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

এ প্রসঙ্গে তিনি মানব জমিনকে বলেন, চলতি বছরের মে মাস থেকে ছবিটির শুটিং শুরু হয়েছিল। অক্টোবরে শুটিং শেষ হওয়ার পর এতদিন ধরে সম্পাদনার কাজ চলছিল। এবার চলতি মাসের ১৬ তারিখ থেকে শুরু হবে ডাবিংয়ের কাজ।

রোমান্টিক ঘরানার এ ছবিটি প্রযোজনা করছে ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িং। এতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন আরেফিন শুভজাকিয়া বারী মম। আরও রয়েছেন আলীরাজ, মিশা সওদাগর, ইরেশ যাকের, মাহমুদুল ইসলাম মিঠু, খালেকুজ্জামান, সুষমা সরকার, নওশাবা প্রমুখ ।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares