Select Page

ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা উদ্বোধন আজ

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা উদ্বোধন হবে আজ। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সকাল দশটায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এ কর্মশালা উদ্বোধন করবেন।

তিন দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি রাজ্জাক। সভাপতিত্ব করবেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন।

কর্মশালাটি কেবলমাত্র চলচ্চিত্র পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত হবে বলে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার জানিয়েছেন।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন