Select Page

ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে সৈকত নাসিরের ‘আকবর’

ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে সৈকত নাসিরের ‘আকবর’

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃদপিণ্ডটাকে বুক পকেটে পুরে রেখেছিল একজনই—আকবর। এমন ট্যাগলাইনে নতুন চলচ্চিত্রের ঘোষণা দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা সৈকত নাসির

ছবির নাম ‘আকবর-ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। প্রযোজনা সংস্থা সিনে হল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম। এতে আকবরের চরিত্রে অভিনয় করছেন ইমন।

‘দেশা-দ্য লিডার’-এর পর আরও দুটি ছবি বানালেও বছর দুয়েক ধরে চলচ্চিত্র থেকে পুরোপুরি দূরে আছেন এই পরিচালক।

সৈকত বলেন, ‘আমি চাইনি মানহীন কাজ করতে। এমন না যে আমার কাছে গত দুইবছর কোনো ছবির প্রস্তাব আসেনি। কিন্তু আমি করিনি।’

মাঝের সময়টায় এ নির্মাতা মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন। তিনি বলেন, ‘আমার তো একটা পরিবার আছে। তাদের ব্যাপারটা আমাকে দেখতে হয়। তাছাড়া আমাকে বছর বছর সিনেমা বানাতে হবে এমন কোনো কথাও নেই।’

২০২০ সালের পুরো সময় জুড়ে একাধিক ছবি নির্মাণ করবেন সৈকত নাসির। তিনি জানান, এ মুহুর্তে তার হাতে একাধিক ছবির অফার আছে। ‘আকবর’ ছাড়া বাকিগুলোর নাম খুব শিগগিরই জানাবেন।

নতুন ছবি প্রসঙ্গে সৈকত নাসির বলেন, ‘দারুণ একটা গল্প নিয়ে হাজির হচ্ছি। ঢাকার গ্যাং কালচারের কিছু সত্যিকার বিষয় তুলে আনার চেষ্টা করবো আমরা।’

‘আকবর’র শুটিং শুরু হবে আগামী বছরের ২০ জানুয়ারি। মহরত হবে ১৫ জানুয়ারি। ছবিতে ইমনের বিপরীতে নতুন একজন নায়িকা অভিনয় করবেন। সিনেমাটি প্রযোজনা করছে সিনে হল মাল্টিমিডিয়া।

সুত্র/ বাংলা ট্রিবিউনসারাবাংলা


মন্তব্য করুন