Select Page

তবে কি ‘আগুন’ নিয়ে আসছেন ঈদে?

তবে কি ‘আগুন’ নিয়ে আসছেন ঈদে?

মাঝে শোনা গিয়েছিল ঈদুল ফিতরে মালেক আফসারীর ‘হ্যাকার’ সিনেমায় দেখা যাবে শাকিব খানকে। এ খবর প্রথম আলো দিলেও সংশ্লিষ্টদের কোনো মন্তব্য ছিল না। এ ছাড়া কলকাতার এক নায়িকার সঙ্গে নতুন ছবির খবর এলেও ঘটনা সেই একই। কিন্তু শাকিব ছাড়া ঈদ ভাবতে পারছে কেউ?

এখন শোনা যাচ্ছে ক্যাসিনো কাণ্ডে কারাগারে থাকা যুবলীগ নেতা প্রযোজিত ‘আগুন’-এর শুটিং নতুন করে শুরু হতে যাচ্ছে। সেই ছবিই মুক্তি পাবে ঈদে।

একাধিক সংবাদমাধ্যম জানায়, অবশেষে সিনেমার শুটিংয়ে ফিরছেন শাকিব। আগামী ফেব্রুয়ারিতে তিনি অংশ নেবেন ‘আগুন’ সিনেমার দৃশ্যধারণে।

জাহারা মিতু অভিনীত এ ছবির পরিচালক বদিউল আলম খোকন।

তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষদিকে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে চলবে চিত্রায়ন। আপাতত গানের দৃশ্যধারণ হবে।

সেই মতো সম্প্রতি তৈরি হয়েছে ‘আগুন’ সিনেমার জন্য নতুন একটি গান। কবির বকুলের লেখা ও মুরাদ নূরের সুরে এতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও নকশী তাবাসসুম। গেল ২৮ জানুয়ারি মগবাজারের ফোকাস স্টুডিওতে গানের রেকর্ডিং হয়েছে।

২০১৯ সালের নভেম্বরে বেশ ঘটা করেই মহরত হয়েছিলো ‘আগুন’ সিনেমার। সেসময় দৃশ্যধারণও হয়। এ সিনেমার হাত ধরে দীর্ঘদিন পর অভিমান পর্বের অবসান ঘটিয়ে একসঙ্গে কাজ শুরু করেন পরিচালক বদিউল আলম খোকন-নায়ক শাকিব খান জুটি। কিন্তু পরে ক্যাসিনো কেলেংকারিতে আটকে যায়।

শাকিবের মুক্তি না পাওয়া অন্য ছবির মধ্যে আছে শাপলা মিডিয়ার ‘বিদ্রোহী’। তবে সিনেমাটির মুক্তির কোনো ঘোষণা নেই আপাতত।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares