Select Page

তারিক আনাম বনাম প্রাণ রায়: কে হচ্ছেন সেরা অভিনেতা?

তারিক আনাম বনাম প্রাণ রায়: কে হচ্ছেন সেরা অভিনেতা?

ঘোষণার দ্বারপ্রান্তে আছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’। তালিকা ফাঁস না হলেও সেরা অভিনেতার পুরস্কার নিয়ে গুঞ্জন রটেছে।

গুঞ্জনের হাওয়া রয়েছে দুই অভিনেতার পক্ষে। তারিক আনাম খান ও প্রাণ রায়।

২০১৯ সাল মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ও মাসুদ পথিকের ‘মায়া দ্য লস্ট মাদার’। প্রধান চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে তারিক আনাম খান ও প্রাণ রায়।

শোনা যাচ্ছে, ইতিমধ্যে টেলিভিশনের দুই তারকার একজনের কাছে তথ্য মন্ত্রণালয় থেকে ফোন গেছে। যাকে এর আগেও অনেক সিনেমায় দেখা গেছে।

এর আগে ‘দেশা দ্য লিডার’ ছবিতে অভিনেতা করে সেরা খল অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কার পান তারিক আনাম।

জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার তালিকায় আরও গুঞ্জন ওঠে সিয়াম আহমেদ (ফাগুন হাওয়ায়) ও শরীফুল রাজের (ন ডরাই) নামে।

এর আগে বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা আগেবাগে ফাঁস হয়ে যায়। এ নিয়ে বেশ বিতর্ক হয়। তবে এবার সংশ্লিষ্ট যথেষ্ট সতর্ক রয়েছে।

জানা গেছে, রবিবার জাতীয় পুরস্কারের গেজেট প্রকাশ হতে পারে।


মন্তব্য করুন