Select Page

তিনিও শাকিব খানের ভক্ত!

তিনিও শাকিব খানের ভক্ত!

jeet

সপ্তাহখানেক আগে ঢাকায় এসেছিলেন কলকাতার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার মুখে শাকিব খান স্তুতির অন্ত ছিল না। এর আগে একচোট প্রশংসা করেন দেব। এবার বাদ পড়লেন না জিৎ

বাদশা দ্য ডন’ সিনেমার প্রচারণায় রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বুধবার সন্ধ্যায় জিৎ বলেন, ‘আমি নিজেও শাকিবের ভক্ত। শাকিব আমার প্রতিযোগী নয়। আমাদের দুজনের সিনেমাই হিট করবে। সব মিলিয়ে এবার জমজমাট ঈদ হবে।’

নিজের সিনেমার সাফল্যে আশাবাদী এ তারকা বলেন, “আগেই শুনেছি বাংলাদেশে আমার অনেক ভক্ত রয়েছে। এখানে এসে দেখলাম এই দেশে আমার প্রচুর ফ্যান রয়েছে। বাংলাদেশে আমার ছবি মুক্তি পাচ্ছে। সবাই সিনেমাটি দেখবে এবং এবারের ঈদে দারুণ হিট হবে ‘বাদশা।”

বাংলাদেশে সিনেমা মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত জিৎ। এ প্রসঙ্গে বলেন, ‘খুবই এক্সাইডেট লাগছে যে, বাংলাদেশে আসতে পেরেছি। আমি বলেছিলাম ঈদের সময় চলে আসবো, চলে এসেছি। যখন এসকে মুভিজ আমার কাছে প্রস্তাবটা নিয়ে আসে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথ প্রচেষ্টায় একটা সিনেমা করবে সেদিন থেকেই আমি এক্সাইটেড ছিলাম। যেকোন নতুন জিনিস যখন জীবনে ঘটে আমি এটা চাইছি না যে কখনো ঘটেনি। আমি আগেও বহু বাংলা সিনেমা করেছি। যেহেতু বাংলাদেশ-ভারত সিনেমাটা নতুন আর ছবিটি রিলিজের কাছাকাছি সময়ে চলে এসেছি সেহেতু এক্সাইটমেন্টটা একটু বেশিই।’

বাংলাদেশে কেমন লাগছে? এমন প্রশ্নে বলেন, ‘খুব ভালো লাগছে আসছে এখানে এসে মানুষের প্রতিক্রিয়া কেমন এটা দেখার জন্য অপেক্ষা করছি।’

jeet1

যৌথ প্রযোজনার ইতিবাচক দিক প্রসঙ্গে বরেন, ‘আর্টিস্ট, কম্বিনেশন, ইনভেস্টমেন্ট, প্রোডাকশন সবকিছুই হাই বলে আর্টিস্টও দুই বাংলা থেকে আসে। দুই মার্কেটের কথা মাথায় রেখে সিনেমা করা হচ্ছে। সেগুলো সিনেমা ভালোভাবে তৈরি করা হলো। দুই কালচারারটাকে অ্যাড করতে হয়।’

শাকিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বলেন, ‘শাকিবের কাজ আমারও ভালো লাগে। কাজ যতটুকু দেখেছি সুপারস্টারের মধ্যে যতটুকু কোয়ালিটি থাকা উচিত তার সবটাই আছে ওর মধ্যে। সবার জায়গা থাকে একেকটা। আমি গত চৌদ্দ পনের বছর সিনেমায় কাজ করেছি। প্রায় পঞ্চাশটা সিনেমা করেছি। প্রতিবারই শুনেছি বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা আমার কাজকে ভালোবাসে। সেখানে আমার প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা নিজে নিজের জায়গা।’

অনুষ্ঠানে আরো হাজির ছিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ, এসকে মুভিজের হিমাংশু ধানুকা, সিনেমাটির নায়িকা নূসরাত ফারিয়া।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাপরিচালক মুশফিকুর রহমান গুলজার, নাসির হক দিলু।

সূত্র : বাংলা মেইল টুয়েন্টিফোর


মন্তব্য করুন