Select Page

তিন চলচ্চিত্রে শতাব্দী ওয়াদুদ

তিন চলচ্চিত্রে শতাব্দী ওয়াদুদ

image_1467_356287.gifগেরিলা চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন  শতাব্দী ওয়াদুদ। বর্তমানে তার হাতে রয়েছে তিনটি ছবি। সব ক’টি ছবিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।

শেষ করেছেন তানভীর মোকাম্মেল পরিচালিত ‘জীবনঢুলি’ চলচ্চিত্রটি। এর ফাইনাল ‘কাট’ চলছে ভারতে। ছবিটি নিয়ে তিনি অনেক আশাবাদী।

তার অভিনীত আরেকটি ছবির নাম ‘পায়রা‘। তার অংশের কাজ হয়েছে মালয়েশিয়ায়। এতে তাকে দেখা যাবে প্রবাসী বাঙালি চরিত্রে, লোকটা সারাদিন মদ গেলে। রহস্যজনক একটি চরিত্র। একসময় সে নায়িকার প্রেমে পড়ে।

অন্যদিকে পিএ কাজলের ‘চোখের দেখা’ ছবির কাজ পিছিয়েছে। এতেও তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন।

সুত্র: সমকাল


মন্তব্য করুন