Select Page

তিন দশকে ভালোবাসার ১৫ নাটক

তিন দশকে ভালোবাসার ১৫ নাটক

ভালোবাসা চিরন্তন, আর এই রূপটিই নানা ভাবে পর্দায় এসেছে আমাদের দেশে নাট্যাঙ্গনেও। সাদাকালো বিটিভির যুগ থেকে বর্তমান স্যাটেলাইট চ্যানেলের আমলেও ভালোবাসার নাটক বিশেষ জায়গা করে নিয়েছে। টিভি চ্যানেলে প্রচারিত আমার দেখা অন্যতম সেরা কিছু নাটক নিয়ে এই আয়োজন—

নব্বইয়ের দশক

১. ক্রস কানেকশন (১৯৯৩) : ল্যান্ডফোনের ক্রস কানেকশন হয়ে যাওয়ায় এক হয়ে যায় দুই লাইন। শুরু হয় এক যুবক আর যুবতীর কথোপকথন। শুরুতে খেলাচ্ছলে হলেও পরে রূপ নেয় ভালোবাসায়। আবিদুর রহমানের রচনায় মুসা আহমেদের প্রযোজনায় এই নাটকে অভিনয় করে দারুণ আলোচিত হন শমী কায়সার ও আজিজুল হাকিম জুটি। এই নাটকেই ব্যবহৃত হয় সোলসের বিখ্যাত গান ‘এ এমন পরিচয়’।

২. অভিমানে অনুভবে (১৯৯৫) : সমবয়সী দুই কাজিনের মধ্যে গড়ে উঠা ভালোবাসার গল্প, আছে মান অভিমানের গল্পে ফারিয়া হোসেনের রচনায় ও পরিচালনায় এই নাটকটি হচ্ছে জনপ্রিয় মডেল মৌ অভিনীত প্রথম নাটক, বিপরীতে ছিল টনি ডায়েসের মুগ্ধ করা অভিনয়।

৩. শেষ পর্যন্ত তোমাকে চাই (১৯৯৬) : বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করা বখাটে যুবকের এক মেধাবী ছাত্রীর প্রতি একপাক্ষিক ভালোবাসা ও তার করুণ পরিণতি নিয়ে বুলবুল আহমেদের পরিচালনায় এই নাটকে অভিনয় করে নব্বই দশকে রীতিমতো আলোচনায় চলে আসেন মাহফুজ আহমেদ, অভিনয়ে দারুণ প্রশংসিত হন। বিপরীতে ছিলেন তৎকালীন সবচেয়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী বিপাশা হায়াত।

৪. শুধুই তোমারে জানি (১৯৯৭) : বিপাশা হায়াতের রচনায় মনিকা নামক এক উঠতি তরুণীর এক আকাঙ্ক্ষিত ভালোবাসার গল্প। যদিও সে যাকে ভালোবেসেছে তার সাথে বয়সের ব্যবধান অনেক, বাগদত্তাও আছে। তবুও মনিকার ভালোবাসার আকুতিই যেন হয়ে উঠে প্রধান আকর্ষণ। মণিকার চরিত্রে আফসানা মিমির অসামান্য অভিনয় বারবার চোখ জুড়োয়, পরিচালক ছিলেন মুনির হোসেন চৌধুরী তারা। সঙ্গে ছিলেন আসাদুজ্জামান নূর, সারা যাকের।

৫. থাকে শুধু ভালোবাসা (১৯৯৯): অচেনা এক ছেলের কাছে প্রায় প্রতিদিন উপহার পেতো মেয়েটি, ধীরে ধীরে ভালোবাসাত জড়িয়ে যায়, হঠাৎ একদিন সেই ছেলেটি হারিয়ে যায়,অচেনা ছেলেটি অচেনাই রয়ে যায়। ফারিয়া হোসেনের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘থাকে শুধু ভালোবাসা’। বিপাশা হায়াত ও ফেরদৌসের অভিনয় সমৃদ্ধ ও দুর্দান্ত আবহ সংগীতে এই নাটকটি বেশ উপভোগ্য। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এটিই প্রথম নির্মিত নাটক। বিটিভিতে প্রচারের পরের বছর একুশেতে ভালোবাসা দিবসে প্রচার করে।

এ ছাড়া স্পর্শ, প্রিয়জন, নির্জন স্রোত, কুসুম কাঁটা, কোথায় সে জন উল্লেখযোগ্য।

২০০০ এর দশক

১. এই বৈশাখে (২০০১) : রাত্রি আর ফরিদের ভালোবাসার গল্প। রাত্রির বিয়ে ঠিক হবার পর ফরিদ বিচ্ছেদের অনলে পুড়ছে, একে একে সব চিঠি পুড়িয়ে ফেলছে। এইদিকে বাসায় চলছে বৈশাখের আয়োজন, তবে চমকে দিয়ে বাসায় হাজির রাত্রি। হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় প্রশংসিত এই নাটকের অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও অপি করিম।

২. প্রতি চুনিয়া (২০০২) : বিশেষ একটি কারণে এক তরুণীর সাথে পত্রমিতালী হয় এক কিশোরের, যেটা রূপ নেয় ভালোবাসায়। অসম প্রেম কি শেষ পর্যন্ত পরিনতি পাবে? এই গল্প নিয়েই নাটক ‘প্রতি চুনিয়া’র, নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয় করেছিলেন বিপাশা হায়াত ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

৩. অফবিট (২০০৪): উচ্ছল এক তরুণ, বন্ধুদের নিয়ে ব্যান্ড দল গড়ে তোলায় ব্যস্ত, এমন সময় প্রথম দেখা প্রেমে পড়ে যান সদ্য পাড়ায় আসা এক মেয়ের। প্রতিদিনই তাঁর সাথে দেখা হয়, মেয়েটিও তাকিয়ে থাকে। একদিন সে প্রকাশ করতে যায়, কিন্তু জানা যায় অন্য কাহিনী।আফসানা মিমির পরিচালনায় এই নাটকের নাম ‘অফবিট’, অভিনয় করেছিলেন জয়া আহসান, তাহসান, ইন্তেখাব দিনার,জন কবির।

৪. শেষ প্রান্তে (২০০৬): গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী ছেলে বিশ্ববিদ্যালয়ে এসে পরিচয় গোপন করে প্রেমে পড়েন এক ধনীর পরিবারের মেয়ের। একদিন সব প্রকাশ হয়ে যায়, অনেক বছর পর আবার তাদের দেখা হয়, ততদিনে ভালোবাসার টান কতটুকু ছিল! এমনই গল্প নিয়ে চয়নিকা চৌধুরীর নাটকটি, এটিই অপূর্ব-তিশা অভিনীত প্রথম নাটক, পাশাপাশি অপূর্বর ক্যারিয়ারে বিশেষভাবে উল্লেখযোগ্য।

৫. শেষের কবিতার পরের কবিতা (২০০৮): অসম প্রেম ও জনপ্রিয় ইংরেজি গান থেকে অনুপ্রাণিত হয়ে আনিসুল হকের রচনায় এই টেলিফিল্ম তখন বেশ জনপ্রিয় হয়। নির্মাতা হিসেবে মাহফুজ আহমেদ তখন ধীরে ধীরে আলোচিত হচ্ছিলেন, এর মাধ্যমে আরো বাড়িয়ে নেন। বিদ্যা সিনহা মীমের সেরা কাজ, সঙ্গে ছিলেন নোবেল।

আরও আছে কথা ছিল অন্যরকম, সোনার কাঠি রূপার কাঠি, ইউ ইক্যুয়াল টু, পরিস্থিতি, তোমাকে ছুঁয়ে।

২০১০ এর দশক

১. ভালোবাসি তাই, ভালোবেসে যাই (২০১১) : তিন জোড়া প্রেমিক : প্রেমিকার গল্প এটি, কারো ভালোবাসার সুন্দর সমাপ্তি ঘটে, কেউ হারায় তাঁর কাছের মানুষ কে। শিহাব শাহীনের এই নাটকের নাম ‘ভালোবাসি তাই, ভালোবেসে যাই’, অত্যন্ত জনপ্রিয় এই নাটকে অভিনয় করেছেন জয়া আহসান, ইরেশ যাকের, তিশা, আরিফিন শুভ, সানজিদা প্রীতি, অনি।

২. নীলপরী নীলাঞ্জনা (২০১৩) : ফেসবুকে পরিচয়, কিছুটা সম্পর্ক। একদিন ঠিক করে, দেখা করবে তাঁরা।কিন্তু ভুল করে দেখা হয়ে যায় নীলাঞ্জনার সাথে, সেও অপেক্ষমাণ ছিল তাঁর অদেখা ভালোবাসার মানুষের জন্য। একসাথে বেশ খানিকক্ষণ সুন্দর সম্পর্ক কাটায়, দুজনেই ভালোবেসে ফেলেন। পরে ভুলটা জানেন, এদিকে মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়। ছেলে শুধু আর একটা দিন সময় চায় নীলাঞ্জনার কাছে, সেও আসে। এমনই গল্প নিয়ে শিহাব শাহীনের অন্যতম সেরা নির্মাণ, দুর্দান্ত আবহ সংগীত ছিল এই নাটকের অন্যতম প্রাণ, অভিনয় করেছিলেন তাহসান ও মম।

৩. ব্যাচ ২৭ সিরিজ : একজন মানুষের দুই সময়ের গল্প তুলে ধরা হয়েছিল মিজানুর রহমান আরিয়ানের এই টেলিফিল্ম সিরিজে। প্রথম পর্বে দেখা যায় ছাত্রাবস্থায় প্রেম পরিণতি পায় না, কিন্তু সে প্রেম যখন আবার সামনে এসে দাঁড়ায় তখন তার হাত ধরে আছে অন্য কেউ। জনপ্রিয়তা পাওয়ায় দুই পর্বে বানানো হয়। মূল ভূমিকায় অপূর্বের পাশাপাশি ছিল মিথিলা, মেহজাবীন, অপর্ণা।

৪. কথা হবে তো? (২০১৭) : আহসান হাবিবের কবিতার অনুপ্রেরণায় গাউসুল আলম শাওন লেখা নাটক ‘কথা হবে তো?’,অব্যক্ত প্রেমের এই নাটকটি ছিল গত দশকের অন্যতম দর্শকপ্রিয় নাটক,মনোজ কুমার ও নাবিলার অভিনয়সমৃদ্ধ ও সুবীর সেনের গাওয়া গানটি নাটকটিকে পূর্ণতা দিয়েছিল, নির্মাণ করেছিলেন প্রজন্ম টকিজের প্রতিভাবান নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি।

৫. লায়লা,তুমি কি আমাকে মিস করো (২০১৮) : সব প্রেমের সফল পরিণতি হয় না,বাস্তবতার প্রতীকে রূপ নেয় তা বিচ্ছেদে। প্রেমিকার বিয়ে হয়ে যায়,আর প্রেমিকেরা কি নিজেদের জীবন সঁপে দেবে মৃত্যুর কাছে! বিয়ের পর বেশ সুখেই আছে লায়লা,হঠাৎ তিনি জানতে পারেন তাঁর প্রাক্তন প্রেমিক তন্ময় আত্মহত্যা করতে যাচ্ছেন, কী করবে লায়লা! আশফাক নিপুণের এই নাটকটিতে মূল চরিত্রে আফরান নিশো ও মেহজাবীন বেশ সাবলীল।

উল্লেখযোগ্য: এই দশকে ক্লোজআপ কাছে আসার গল্প ও রোমান্টিক ধারা জনপ্রিয়তা পাওয়ায় প্রচুর ভালোবাসার নাটক প্রচার হয়। এর মধ্যে কথাবন্ধু মিথিলা, শত ডানার প্রজাপতি, তোমার পাশে হাঁটতে দিও, এই গল্পের নাম নেই, অথবা প্রেমের গল্প, মনফড়িঙের গল্প, অ্যাংরি বার্ড, ইন এ রিলেশনশিপ, নীল প্রজাপতি, মনসুবা জংশন, ভালোবাসি তাই, বেস্ট ফ্রেন্ড সিরিজ, ল্যান্ডফোনের দিনগুলিতে প্রেম, শিক্ষাসফর অন্যতম।


About The Author

চলচ্চিত্র ও নাটক বিষয়ক লেখক

Leave a reply