Select Page

তিন দেশে ‘মনে রেখো’

তিন দেশে ‘মনে রেখো’

এবারই প্রথম দেশীয় বড় প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিটের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মাহিয়া মাহি। ছবির নাম ‘মনে রেখো’। ১৭ মার্চ থেকে ঢাকায় এ ছবির কাজ শুরু হবে।

১০ দিন ঢাকায় শুটিং শেষে দার্জিলিং এবং সবশেষে ইন্দোনেশিয়ার বালিতে এ ছবির গানের কাজ হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন।

মানবজমিনকে তিনি বলেন, রোমান্টিক ও অ্যাকশনধর্মী এ ছবির কাজ হবে তিন দেশে। বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার বালিতে ছবির কাজ করার সব প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে মাহি টানা শুটিং করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, হার্টবিটের সঙ্গে প্রথম কাজ আমার। তারা সব সময় শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণ করে। এবার আমাকে নিয়ে কাজটি করতে যাচ্ছে। আমার জন্য নতুন এক চ্যালেঞ্জ। এ ছবিতে শাকিব নেই, আছে ভারতের অভিনেতা বনি সেনগুপ্ত। এবারই প্রথম বাংলাদেশের ছবিতে কাজ করতে যাচ্ছেন বনি। আমার বিশ্বাস, আমাদের দুজনের কাজ দর্শক পছন্দ করবেন।

‘মনে রেখো’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, রেবেকা, বিলাস খান, আমির সরকার প্রমুখ।


মন্তব্য করুন