Select Page

তিন বছর পর নতুন ছবিতে নিপুণ

তিন বছর পর নতুন ছবিতে নিপুণ

তিন বছর হতে চলল নতুন কোনো ছবি হাতে নেননি নিপুণ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ‘অজ্ঞাতনামা’। এর আগে ও পরে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও চরিত্র এবং গল্প পছন্দ না হওয়ায় রাজি হননি। টিভি নাটকের পাশাপাশি নিজের ব্যবসায় সময় দিয়েছেন। 

এবার নতুন ছবি হাতে নিয়েছেন নিপুণ। উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’য় অভিনয় করবেন তিনি।

উত্তম বলেন, ‘নিপুন আমার প্রিয় অভিনেত্রীদের অন্যতম। দারুণ অভিনয় করেন। গল্পে তাকেই দরকার ছিল। সে ভাবনা থেকেই প্রস্তাব দিয়েছিলাম, তিনিও রাজি হয়েছেন। ’

নিপুণ বলেন, ‘উত্তমদা গুণী পরিচালক। বেশ কিছু ব্যবসাসফল ছবির নির্মাতা। তাঁর সঙ্গে কাজ করব ভেবে ভালো লাগছে। ’

ছবিতে নিপুণের নায়ক নবাগত মুন্না। সংগীতে ইমন সাহা ও প্রীতম।

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন