Select Page

তিন বছর পর যুক্তরাজ্যে, পিছু নিচ্ছে তিন নায়ক

তিন বছর পর যুক্তরাজ্যে, পিছু নিচ্ছে তিন নায়ক

২০১৪ সালে আলোচিত ‘রোমিও বনাম জুলিয়েট’ সিনেমার শুটিংয়ে যুক্তরাজ্য গিয়েছিলেন মাহি। এবার আবারো শুটিংয়ে যাচ্ছেন সেখানে। সাথে থাকছে ঢাকা-কলকাতার তিন নায়ক। ছবির নাম ‘তুই শুধু আমার’। পরিচালনা করছেন অনন্য মামুন।

২ জুন থেকে সেখানে শুরু হচ্ছে নতুন ছবিটির কাজ। এ ছবিতে মাহিকে দেখা যাবে টালিউডের সোহম, ওম ও বাংলাদেশের আমান রেজার সঙ্গে।

নতুন ছবির কাজ সম্পর্কে মাহি প্রথম আলোকে বলেন, ‘ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম বেশ আগেই। চুক্তির পরই শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভিসা-সংক্রান্ত জটিলতায় শুটিং পিছিয়ে যায়। আজ (রোববার) ভিসা পেয়েছি।’

যৌথ প্রযোজনার ছবি করতে পছন্দ করেন কেন, জানতে চাইলে মাহি বলেন, ‘যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ের সুবিধা হলো, এ ধরনের ছবির কাজ গোছানো হয়। বাজেটের ক্ষেত্রে কোনো আপস করতে হয় না। এ কারণে কাজ ভালো হয়।’

সহশিল্পী সম্পর্কে মাহি বলেন, ‘সোহমের সঙ্গে ময়না নামে আরেকটি ছবিতে কাজের কথা আছে। আগে একসঙ্গে কাজ করা না হলেও তাঁর কাজ সম্পর্কে আমার ভালো ধারণা আছে। তাই আশা করছি, কাজে নামলে আমাদের বোঝাপড়াটা ভালো হবে।’

যৌথভাবে এ ছবি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। পরিচালনায় আরো আছেন কলকাতার জয়দীপ মুখার্জি। শুটিং হবে তিন ধাপে। প্রথমে যুক্তরাজ্য, এরপর বাংলাদেশ ও ভারতের কলকাতায়।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares