Select Page

তিন সিনেমা নিয়ে ফিরছেন রনি

তিন সিনেমা নিয়ে ফিরছেন রনি

পরিচালক সমিতি থেকে শামীম আহমেদ রনির নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। শুধু আনুষ্ঠানিকতা বাকি। এই ফাঁকে নতুন সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।

এক-দুটি নয়, তিন-তিনটি সিনেমা নির্মাণের ফন্দি আঁটছেন ঢালিউডের ওভার রেটেড এ নির্মাতা।

জানা গেছে, একটি সিনেমা প্রযোজনা করবেন ‘মেন্টাল’-এর প্রযোজক পারভেজ চৌধুরী। এ সিনেমার মাধ্যমেই রনির অভিষেক হয় ঢালিউড। আর এ ছবিতে অভিনয় করতে পারেন শাকিব খান অথবা আরিফিন শুভ।

সিনেমাটির প্রধান দুই চরিত্রের নাম মায়া ও মানজু। বর্তমানে এ সিনেমা নিয়েই ব্যস্ততা তার।

বাকি দুই সিনেমার একটি হতে পারে যৌথ প্রযোজনায়। এ দুটির নায়ক হিসেবে শাকিব খানকে ভাবছেন রনি।

তবে আপাতত একটির বেশি ছবি নিয়ে কথা বলতে রাজি নন। এমনকি গোপন রাখছেন কে হচ্ছেন তারকা।

এদিকে রনির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সন্তুষ্ট প্রকাশ করেছেন অনেকেই। তারা আশা করছেন রনি দারুণ কিছু বানিয়ে দেখাবেন।


মন্তব্য করুন