Select Page

তিশা নতুন ছবি, কলকাতার ‌‘বোবা রহস্য’

তিশা নতুন ছবি, কলকাতার ‌‘বোবা রহস্য’

# সায়েন্টিফিক থ্রিলার, সাসপেন্স, প্রেম ও গোয়েন্দ ধর্মী গল্পের ছবি ‘বোবা রহস্য’
# এই ছবির মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর গোয়েন্দা কর্মকর্তার চরিত্র নিয়ে বড় পর্দায় ফিরছেন সব্যসাচী চক্রবর্তী
# তিশার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের আমার রেজা
# ছবির মূল গল্প গড়াবে তিশার চরিত্রকে ঘিরে

কলকাতার ‘বোবা রহস্য’ শিরোনামের  ছবিতে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। বিপরীতে থাকছেন বাংলাদেশেরই আমান রেজা। সম্প্রতি ছবিটির জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছেন।

সায়েন্টিফিক থ্রিলার, সাসপেন্স, প্রেম ও গোয়েন্দ ধর্মী গল্পের এই ছবিটি পরিচালনা করবেন অভিষেক বাগচি। প্রযোজনা করবেন সাগর সেন।

কলকাতা থেকে আরো অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখার্জি, রাহুল ব্যনার্জি, সুদীপ্ত চক্রবর্তী, দর্শনা বণিক, অরিন্দম বাসুসহ অনেকে।

শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়ে আমান বলেন, এই ছবির মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর গোয়েন্দা কর্মকর্তার চরিত্র নিয়ে বড় পর্দায় ফিরছেন সব্যসাচী চক্রবর্তী।

আরো বলেন, ছবির মূল গল্প গড়াবে তিশার চরিত্রকে ঘিরে। তিশার সঙ্গে আমার অ্যাফেয়ার হবে। ঘটবে নানা অঘটন। আর ঘটনা তদন্তে মিশনে নামবে সব্যসাচী।

২২ জানুয়ারি থেকে ঝাড়খন্ডে এবং ৪ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুটিং হবে এ ছবির। ছবিটি মুক্তি পাবে ঝারখন্ড, কলকাতা ও বাংলাদেশে। বাংলাদেশে ছবিটি পরিবেশন করবে জাজ মাল্টিমিডিয়া।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন


মন্তব্য করুন