Select Page

থার্টিফার্স্ট নাইটে ‘এক কোটি টাকা’

থার্টিফার্স্ট নাইটে ‘এক কোটি টাকা’

অনেকদিন ধরে শোনা যাচ্ছে, পাঁচটি সিনেমা প্রযোজনার মাধ্যমে ঢালিউডে নিয়মিত হচ্ছেন খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। থার্টিফার্স্ট নাইটে মহরতের মাধ্যমে বরফ ভাঙতে যাচ্ছে তার প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্র। সিনেমাটির নাম ‘এক কোটি টাকা’।

এই ছবিতে নায়ক-নায়িকা হিসেবে থাকছেন বাপ্পী চৌধুরীঅমৃতা। চিত্রনাট্য ও পরিচালনা করবেন ছটকু আহমেদ

জাগো নিউজকে বাপ্পী বলেন, ‘৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে ছবির মহরত হবে সাভারের ফুলবাড়িতে ডিপজল ভাইয়ের নিজস্ব শুটিং হাউজে। আর পহেলা জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘বাকি চারটি ছবিতে কারা করবেন সেটি আমি জানিনা। ডিপজল ভাই অনেকদিন পর আবার ইন্ডাস্ট্রিতে কামব্যাক করছেন এবং আমার নতুন বছরটা তার সঙ্গে শুরু হতে যাচ্ছে এটি আমার জন্য অনেক বড় পাওয়া।’

‘এক কোটি টাকা’য় আবারো ডিপজলের বিপরীতে পর্দায় ফিরছেন রেসি।

এছাড়া মেয়ে ওলিজার পরিচালনায় হরর সিনেমায় অভিনয় করবেন ডিপজল। অনেকদিন ধরে এ গুঞ্জন শোনা যাচ্ছে।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares