‘থ্রি লাভারস’
‘থ্রি লাভারস’ সম্ভাবনাময়ী অভিনেত্রী আচঁলের নতুন ছবির নাম। ভারত আর বাংলাদেশের যৌথ প্রয়োজনার নতুন ছবিটিতে সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।
ছবিটি পরিচালনা করছেন মনিরুল ইসলাম সোহেল।
আচঁল জানান, ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই ছবিতে তাকে নতুনভাবে উপস্থাপন করবেন পরিচালক।
এতে ভারতীয় দুজন নায়ক-নায়িকাও অভিনয় করবেন।
বর্তমানে ছবিটির গান রেকর্ডিংসহ অন্যান্য প্রি-প্রডাকশনের কাজ চলছে।
আগামী মাস থেকেই ছবিটির শুটিং শুরু হবে।
সুত্র: কালের কন্ঠ