Select Page

দর্শককে হলমুখী করতে চার ছবিতে রুবেল

দর্শককে হলমুখী করতে চার ছবিতে রুবেল

এক সময় টানা হিট ছবি উপহার দিলেও রুবেলের ক্যারিয়ারের সেই ধারাবাহিকতা নেই এক যুগের বেশি হয়ে গেল। হালে এ নায়ক একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন। আশা করছেন সবকটি ছবিই প্রেক্ষাগৃহে সুদিন নিয়ে আসবে।

এ তালিকায় রয়েছে  জীবন জুয়া, বিচার, একাত্তরের গল্প ও ইনসান। পরিচালনা করছেন মিজানুর রহমান শামীম।

চার সিনেমা ও পরিচালক শামীম প্রসঙ্গে প্রথম আলোকে রুবেল বলেন, তিনি আমার কারাতে, ফিল্মের ছাত্র। প্রযোজকদের সঙ্গে মিলে তারা একটা টিম করেছে। তারা আমাকে এর সঙ্গে যুক্ত করেছে। আমার কাছে মনে হয়েছে ফেরা দরকার।

এর আগে রুবেল বলেছিলেন,  জনপ্রিয় ‘বিচ্ছু বাহিনী’ সিনেমার সিকুয়েল নির্মাণ করবেন। এ প্রসঙ্গে বলেন, সরকারি উদ্যোগে আমি সারা দেশের শিশু–কিশোরদের ক্যারাতে শেখাচ্ছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে মনে হলো এই মুহূর্তে বিচ্ছু বাহিনীর মতো একটি সিনেমা দরকার। দর্শকদের আবার হলমুখী করতে হবে। এখন বিনোদন দেওয়ার মতো সিনেমা কম।

চারটি সিনেমার সঙ্গে ‘বিচ্ছু বাহিনী’ কি দর্শকদের হলমুখী করতে আপনার চ্যালেঞ্জ? এমন প্রশ্নে তার উত্তর, আমরা সব সময় বলি, এই ছবি সেই ছবি খুব হিট, ব্যবসাসফল, ফাটিয়ে দিয়েছে। কিন্তু হলে দর্শক কই? প্রথম আলোতেই সেই নিউজ হয়েছে। এই বছরের সব ছবি ফ্লপ। আর যদি চ্যালেঞ্জের কথা বলি, আমি সেই চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক। তার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারের এক হাজার কোটি টাকা যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে চলচ্চিত্রকে পুরোপুরি ঘুরিয়ে আনা সম্ভব।


মন্তব্য করুন