Select Page

দর্শক প্রতিক্রিয়ায় ‘ঢাকা অ্যাটাক’ টিজার

দর্শক প্রতিক্রিয়ায় ‘ঢাকা অ্যাটাক’ টিজার

শনিবার রাত ৯টায় ইউটিউবে প্রকাশ হয়েছে দীপঙ্কর দীপন পরিচালিত কপ থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’র টিজার। কেমন লেগেছে দর্শকদের? তা জানতে ঝটপট কিছু ফেসবুক পোস্ট পড়ে নেওয়া যাক।

আদিত্য আদির মতে, অসাধারণ। এটি একটি বাংলাদেশি সিনেমার টিজার। কোন যৌথ না, খাঁটি বাংলাদেশি। মুগ্ধ হয়ে গেলাম টিজারটি দেখে। কী নেই টিজারে! এমন থ্রিলিং টিজার বাংলা ফিল্মে আগে দেখছেন বলে মনে হয়?

সৈয়দ নাজমুস সাকিব লেখেন, ঢাকা অ্যাটাকের প্রথম টিজার রিলিজ পেয়েছিল গত বছরের নভেম্বরে। সেকেন্ড টিজার রিলিজ পেল আজকে। মাঝে সময়টা কম না। কিন্তু এরপরেও আগ্রহটা ধরে রাখতে পেরেছে ঢাকা অ্যাটাক।

আরিফিন মহসিন লেখেন, ঢাকা অ্যাটাক মুভির দ্বিতীয় ট্রিজার। আমি দেখে কোনকিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের কিছু বলার আছে? প্রথম দিন প্রথম শোতেই দেখব।

আবির আহমেদের মতে, …এর আগে মুভিটির স্টিল কিছু পিক, টিজার ও পোস্টার রিলিজ পেয়েছে। সবকিছুই ছিলো অন্য দশটা মুভি থেকে আলাদা। এবং তা সাধারণ দর্শক থেকে সমালোচক সবার মন জয় করেছে। ইতিমধ্যেই যে টিজারটি মুক্তি পেয়েছে তা আগের সবকিছুকেই ছাড়িয়ে গেছে। টিজারে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে সাসপেন্স ও কিছু সংলাপ ইত্যাদি সবকিছুই নতুন কিছুর জানান দেয়।

সানোয়ার হোসেন লেখেন, ঢাকা অ্যাটাক অফিশিয়াল টিজার মাইন্ড ব্লোয়িং।

ইলিয়াস কমল বলেন, যতদূর জানি একটা টান টান উত্তেজনার ছবি হইতে যাইতেছে। টিজার দেখেই ছবি দেখতে ইচ্ছা করতেছে। ঈদে মুক্তি পাইলে জমতো বিষয়টা।

ওয়ালী উল্লাহর ভাষ্যে, শুরু থেকেই আলোচনার শীর্ষে অবস্থান করছে ঢাকা অ্যাটাক সিনেমাটি। মজার কথা হলো এখন পর্যন্ত একবারের জন্য ও সমালোচিত হয়নি এই ঢাকা অ্যাটাক। সিনেমাটি নিয়ে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে আলোচনার শেষ নেই। গত ২৬ নভেম্বর ২০১৬ তারিখ সিনেমার একটা ফার্স্ট লুক ইউটিউবে প্রকাশিত হয়।

আর আজকে রিলিজ হল অফিসিয়াল টিজার। তবে একটা মজার ব্যাপার হল এখনও জানা যায়নি সিনেমাটার মূল ভিলেন কে হবে! সিনেমাতে কি কোন নির্দিষ্ট ভিলেন আছে বা নেই তার জন্য আরো অপেক্ষা করতে হবে।

প্রান্ত সাহা বলেন, ঢাকা অ্যাটাকের টিজার। কী দেখলাম রে বাবা। এতো সুন্দর টিজার। অপেক্ষা করছি দারুণ কিছুর জন্য।

সিনেমাটি ৬ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাচ্ছে। ২০ অক্টোবর ধারাবাহিকভাবে শুরু হবে বিশ্বব্যাপী রিলিজ।

এর আগে ‘ঢাকা অ্যাটাক’-এর ফার্স্টলুক ও পোস্টার প্রকাশ হয়। এবার আসছে টিজার। অচিরেই প্রকাশ করা হবে গান।

‘ঢাকা অ্যাটাক’ বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন সিনেমা। কাহিনী লিখেছেন গোয়েন্দা পুলিশের এডিসি সানী সানোয়ার। অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ ও হাসান ইমাম। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নায়ক আলমগীর ও শিপন মিত্র।

ঢাকা, বান্দরবান ও মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং সম্পন্ন করা হয়েছে।


মন্তব্য করুন