Select Page

দহনের শুটিং করছেন মম

দহনের শুটিং করছেন মম

রায়হান রাফির ‘দহন’র অন্যতম গুরুত্বপূর্ণ ‘মায়া’ চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে বহু জল ঘোলা হয়েছে। এ বিষয়ে কোনো কিছুই জানানো হচ্ছিল না প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে।

এরই মধ্যে ছবিটির প্রথম অংশের শুটিংও শেষ হয়েছে। শুরু হয়েছে দ্বিতীয় অংশের শুটিং। এই পর্যায়ে এসে নির্মাতা রাফি প্রিয় ডটকমকে জানান,  ‘মায়া’ চরিত্রে অভিনয় করছেন জাকিয়া বারী মম।

রাফি বলেন, ‘মম আপা ‘‘দহন’’-এ মায়া চরিত্রটিতে অভিনয় করছেন। বুধবার রাজধানীর পল্টনের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং করেছি। এখন দ্বিতীয় ধাপের শুটিং চলছে। এ ধাপে ছবির বাকি অংশের কাজ শেষ করে ফেলব।’

‘পোড়ামন ২’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় এ নির্মাতার। তিনি জানান, দ্বিতীয় ধাপে ‘দহন’র মোট ১৮ দিন শুটিং হবে। এর মধ্য দিয়েই শেষ হবে ছবিটির দৃশ্যায়ন।

সিয়াম আহমেদের সঙ্গে সম্প্রতি ‘দহন’ এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন পূজা।

এদিকে মায়া চৌধুরী চরিত্রটিকে ব্যাখ্যা করতে গিয়ে নির্মাতা বলেন, ‘এ চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। গল্পের হিরো এ চরিত্রটি। এ কাজটি করা আমার জন্যও বেশ চ্যালেঞ্জের।’

‘দহন’ নিয়ে বেশ আত্মবিশ্বাসী রাফি। তিনি বলেন, ‘আমরা ভালো একটি কাজ করতে চাই, যার কারণে আমরা সিনেমাটির প্রত্যেকটি চরিত্র নিয়ে আলাদাভাবে কাজ করেছি। তাদেরকে তৈরি করার জন্য আমরা আলাদা সময়ও দিয়েছি। সত্যিকার অর্থে মন থেকেই চাইছি, যাতে ভালো কিছু হয়।

সে জন্যই সময় নিয়ে আমরা কাজটি করছি। প্রযোজনা প্রতিষ্ঠানও আমাদের বেশ সহযোগিতা করছে। বাংলাদেশের আর্টিস্ট, বাংলাদেশের গল্প, শুটিংও বাংলাদেশের। আশা করি ভালো কিছুই হবে।’


মন্তব্য করুন