Select Page

দিনার-বর্ষণ-মমকে নিয়ে খিজিরের ‘ওরা সাতজন’

দিনার-বর্ষণ-মমকে নিয়ে খিজিরের ‘ওরা সাতজন’

মুক্তিযুদ্ধের ৭ জন বীরশ্রেষ্ঠকে প্রতীকীভাবে নিয়ে খিজির হায়াত খান নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র ‘ওরা সাতজন’। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধ নিয়ে তার এ উপহার।

শুক্রবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানালেন কারা এ ছবির ভালো ও মন্দ মানুষ।

প্রধান সাতটি চরিত্রে আছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব ও খিজির হায়াত খান।

সঙ্গে আছেন শিবা শানু, তাসনিম তাসফি, জয় রাজ ও হামিদুর রহমান।

‘ওরা সাতজন’-এ চিকিৎসকের চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনারকে। মমর চরিত্রের নাম অর্পণা সেন। ইমতিয়াজ বর্ষণ আছেন সোলাইমান কাজীর চরিত্রে। সাব ইন্সপেক্টর শাফির চরিত্রে সাইফ খান, পাকিস্তানি মেজর শাহরিয়ারের চরিত্রে হামিদুর রহমান, নাফিস আহমেদ আছেন সুমিতের ভূমিকায় এবং জয়রাজকে দেখা যাবে চেয়ারম্যান আউয়ালের চরিত্র।

শাহরিয়ার ফেরদৌস সজীব আছেন সার্জেন্ট মুক্তাদিরের ভূমিকায়, শিবা শানু হবেন ক্যাম্প কমান্ডার মেজর মোশাররফ এবং তাসফিকে দেখা যাবে সিগ্ধার চরিত্রে। মেজর লুৎফর চরিত্রে দেখা যাবে নির্মাতা খিজির হায়াত খানকে।

মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরে অর্থাৎ সিলেটের তামাবিল, লালখান ও দূর্গাপুরে এর দৃশ্যধারণ চলবে।

খিজির হায়াত খান বলেন, ‘আগামী ২৭ সেপ্টেম্বর আমাদের ক্যামেরা ওপেন হবে। সব মিলিয়ে টানা ৪৫ দিন শুট হবে।’

খিজির হায়াত খান নির্মিত প্রথম চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ ছিল বীরশ্রেষ্ট মতিউর রহমানকে নিয়ে। এরপর নির্মাণ করেন খেলা কেন্দ্রিক ‘জাগো’। সর্বশেষ প্রযোজক হিসেবে ‘মিস্টার বাংলাদেশ’ নির্মাণ করেছেন, এ ছবিতে অভিনয়ও করেন তিনি।


মন্তব্য করুন