Select Page

‘দিন দি ডে’ মুক্তি পাবে ডিসেম্বরে

‘দিন দি ডে’ মুক্তি পাবে ডিসেম্বরে

অনন্ত জলিল ও বর্ষা জুটির ‘দিন দি ডে’’ মুক্তি পেতে পারে। এমন পরিকল্পনার কথা জানালেন প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল।

ইতোমধ্যে বাংলাদেশ, ইরানের চলচ্চিত্রটির আশিভাগের দৃশ্যধারণ হয়েছে; বাকি বিশ ভাগের দৃশ্যধারণে চলতি মাসের শেষের দিকে তারা তুরস্কে যাবেন। তাদের সঙ্গে আরেক অভিনয়শিল্পী সুমন ফারুকেরও থাকার কথা রয়েছে।

অনন্ত জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ ভাগের মধ্যে বেশ কয়েকটি সিক্যুয়েন্স রয়েছে। সঙ্গে দুইটি গানেরও দৃশ্যধারণ করা হবে তুরস্কে। শুটিং শেষে শিগগিরই পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করব।”

তিনি আরও যোগ করেন, পোস্ট প্রোডাকশন শেষে ডিসেম্বরের মধ্যেই ছবিটি মুক্তির পরিকল্পনা আছে। তবে ইরানের টিমের সঙ্গেও বিষয়টি নিয়ে সমন্বয় করতে হবে।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিতব্য চলচ্চিত্রটির পরিচালনার দায়িত্বে আছেন ইরানী নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অভিনয়ের পাশাপাশি ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনার দায়িত্বে আছেন অনন্ত জলিল।

বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা-ই তুলে ধরা হবে তাঁর নতুন ছবিতে।

ছবিটিতে একজন চৌকস সোয়াট সদস্যের চরিত্রে অভিনয় করছেন এ অভিনেতা। ছবির চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ।


মন্তব্য করুন