Select Page

দীপংকর দীপনের পরের দুই ছবি ‘আকাশ যোদ্ধা’ ও ‘ঢাকা বিটস’

দীপংকর দীপনের পরের দুই ছবি ‘আকাশ যোদ্ধা’ ও ‘ঢাকা বিটস’

‘ঢাকা অ্যাটাক’ মুক্তির কয়েক বছর পেরোলেও নতুন কোনো ছবি মুক্তি পায়নি দীপংকর দীপনের। তবে বেশ কয়েকটি ছবি নিয়ে আলোচনা আছেন তিনি। বৃহস্পতিবার জানালেন, ২০২৩ সাল পর্যন্ত তার কাজের প্লট ঠিকঠাক। হাতে থাকা ছবি মুক্তির পাশাপাশি এ সময়ে নির্মাণ করবেন ‘আকাশ যোদ্ধা’ ও ‘ঢাকা বিটস’।

এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বললেন, আমি ২০২৩ সাল পর্যন্ত কি প্লট নিয়ে কাজ করবো তা ঠিক করে ফেলেছি। এগুলো না করে মরে গেলে আমি মরেও শান্তি পাব না। আমি এগুলো শেষ করার আগে সিনেমার নতুন আইডিয়া-ওটিটি কোন কিছু ভাবতেও চাই না।

বর্তমানে এ নির্মাতার ‘অপারেশন সুন্দরবন’ ও ‘অন্তর্জাল’ মুক্তি বা পুরোপুরি শেষ হওয়ার অপেক্ষায় আছে। প্রথমটি র‌্যাব ও পরেরটি আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত।

দীপন বলেন, যদি ইশ্বর সহায় থাকেন এ বছর ‘অপারেশন সুন্দরবন’ আর ‘অন্তর্জাল’ আসবে। সামনে বছর আসবে ‘আকাশ যোদ্ধা’ ও ‘ঢাকা বিটস’ নামে দুটো ছবি। সেটাও যদি ইশ্বর চান।

অর্ধসমাপ্ত ‘ঢাকা ২০৪০’ সম্পর্কে বলেন, কবে আসবে জানি না, এটা সিনেমার পাইপলাইনে সেরা গল্প, ছবিটা আমি মনেপ্রাণে শেষ করতে চাই, ইশ্বর চাচ্ছেন না বোধহয়। ডেট ও অন্যান্য ঘোষণা প্রডিউসার দেবেন।

অবশ্য ‘আকাশ যোদ্ধা’ ও ‘ঢাকা বিটস’ নিয়ে কোনো ধারণা দেননি তিনি। এর আগে মুক্তিযুদ্ধে বিমানবাহিনীর এক পাইলটের দুঃসাহসী অভিযান নিয়ে ‘ডু অর ডাই’ বানানোর ঘোষণা দিলেও পরে ছবিটি হয়নি। যার সঙ্গে যুক্ত ছিল বিমানবাহিনী। এ ছাড়া সংগীত কেন্দ্রিক ‘চাঁদের অন্য পিঠে নাকি জোছনা নেই’ নামের সিনেমার ঘোষণা দিলেও পরে আর হয়নি।


মন্তব্য করুন