Select Page

দীপক কুমার সুর আর নেই

দীপক কুমার সুর আর নেই

10287_e8সিনিয়র মেকআপ আর্টিস্ট দীপক কুমার সুর আর নেই। বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি। বিএমডিবি পরিবার তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত।

১৯৬৭ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তার। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।এছাড়া তিনি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন।

তার মৃত্যুতে চলচ্চিত্র মেকআপ আর্টিস্ট এসোসিয়েশন গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে এক ছেলে রেখে গেছেন।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares