Select Page

দীর্ঘ হচ্ছে শাকিব খানের না হওয়া সিনেমার তালিকা

দীর্ঘ হচ্ছে শাকিব খানের না হওয়া সিনেমার তালিকা

ব্যক্তি জীবন নিয়ে বিতর্কের মাঝে একের পর এক সিনেমার ঘোষণা দিয়েছিলেন শাকিব খান। এখন সেই ছবিগুলো আটকে যাওয়ার মাঝে প্রায় খাদের কিনারে চলে গেছে তার ক্যারিয়ার।

এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে এসকে ফিল্ম ও কপ ক্রিয়েশনের ব্যানারে ঘোষিত সানী সানোয়ারের ‘শের খান’।

গত নভেম্বরে প্রাথমিক ঘোষণা আসার পর একাধিকবার শুটিং ডেট পরির্বতন হয়। এরপর জানানো হয়েছিল মার্চে সিনেমাটির শুট শুরু হবে।

তবে এখন কপ ক্রিয়েশন এনটিভি অনলাইনকে বলছে, আপাতত হচ্ছে না ‘শের খান’। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুট শুরু হওয়ার সম্ভবনা আছে।

তবে ঠিক কী কারণে এখন সিনেমাটি হচ্ছে না সে প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট তথ্য জানায়নি।

গত কয়েক বছরে একাধিকবার হাল সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছবি করার ঘোষণা দেন এই তারকা। কিন্তু তা কখনোই বাস্তবে রূপ নেয়নি।

সাম্প্রতিক সময়ে রায়হান রাফীর সঙ্গে ‘প্রেমিক’, হিমেল আশরাফের ‘রাজকুমার’, হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ ও মিজানুর রহমান আরিয়ানের সঙ্গে নাম ঠিক না হওয়া প্রজেক্টের ঘোষণা দেয়া হয়। এখন এর সঙ্গে যোগ হলো সানী সানোয়ারের ‘শের খান’। ‘প্রেমিক’ ছাড়া বাকিগুলো স্থগিত বলা হলেও আর শুরুর সম্ভাবনা আছে কি-না, পরিষ্কার কোনো উত্তর নেই। এর মাঝে ‘কবি’ ঘোষিত হয় কয়েক বছর আগে। ‘রাজকুমার’-এর ঘোষণা আসে গ্রিনকার্ডের জন্য আমেরিকায় বসবাসকালে।

গত বছরের শেষ দিকে দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ফেরেন শাকিব খান। তবে দুটোই ছিল পুরো ছবির বাকি থাকা শুটিং (লিডার আমিই বাংলাদেশ ও আগুন)। এ ছাড়া ‘মায়া’ নামের একটি ছবির জন্য সরকারি অনুদান মিললেও এখনো প্রি-প্রডাকশনই শেষ হয়নি।


মন্তব্য করুন