Select Page

দুই ছবিতে নায়িকা হয়ে চুক্তিবদ্ধ দিঘী

দুই ছবিতে নায়িকা হয়ে চুক্তিবদ্ধ দিঘী

বিজ্ঞাপনের ‘ময়না পাখি’-খ্যাত শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দিঘী। ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ একের পর এক হিট ছবির কাহিনী অনেকটাই তাকে ঘিরে আবর্তিত হয়।

মাঝখানে অনেক দিন চলচ্চিত্র থেকে দূরে ছিল দিঘী। পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করেছে। সবাই অপেক্ষায় ছিল পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশের। এমনও শোনা গেছে, শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি।

অনেক পরিচালক-প্রযোজক দীঘিকে কস্টিং করতে চেয়েও পারেননি। শেষ পর্যন্ত সফল হয়েছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান দিঘীকে দুটি ছবিতে নায়িকা চরিত্রে চুক্তিবদ্ধ করেছেন। এর মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের একটি ছবির শুটিংও শুরু হয়েছে। আরেকটির নাম ‘ধামাকা’। দুটি ছবিতেই দিঘীর নায়ক শান্ত খান।

কালের কণ্ঠকে দিঘী বলেন, ‘প্রথম থেকেই আমি কোন ছবি করব আর কোনটা করব না তার সিদ্ধান্ত নিতেন মা। মা বেঁচে নেই। এখন আমার সব সিদ্ধান্ত নেন বাবা। শাপলা মিডিয়া এই সময়ে সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান। সেলিম আংকেলও আমাকে মেয়ের মতো স্নেহ করেন। বাবা ভেবে দেখেছেন এই ছবিতে কাজ করলে আমার জন্য ভালো হবে। আমিও বাবার কথায় রাজি হয়েছি।’

এ দিকে দিঘীকে নিয়ে আশাবাদী প্রযোজক সেলিম খান। তিনি বলেন, ‘বাংলাদেশের আনাচে-কানাচে দীঘির অনেক ভক্ত। তাকে চেনেন না এমন মানুষ কমই পাওয়া যাবে। আমার ধারণা, দীঘিকে নায়িকা রূপে দেখতে চাইবেন তার ভক্তরা। শান্ত ও দীঘি একসময় সফল জুটি হবে বাংলাদেশ চলচ্চিত্রে।’

মন্তব্য


মন্তব্য করুন