Select Page

দুই প্রয়াতের স্মরণে জন্মদিন পালন করেননি

দুই প্রয়াতের স্মরণে জন্মদিন পালন করেননি

সোমবার বাংলা চলচ্চিত্রাঙ্গনে ছিল শোকের ছায়ায়। শুটিং করতে যাওয়ার সময় ইন্তেকাল করেন দেশের চলচ্চিত্রের গুণী অভিনেতা মিজু আহমেদ। অন্যদিকে একইদিনে ক্যালিফোর্নিয়ায় ইন্তেকাল করেন নির্মাতা ইবনে মিজান। এই শোক সংবাদে পুরো চলচ্চিত্রাঙ্গন আবৃত ছিল। আর এ দিনেই জন্মদিন ছিল শাকিব খানের। দুই প্রয়াতের স্মরণে দিনটি উদযাপন থেকে বিরত ছিলেন তিনি। খবর ইত্তেফাক।

প্রতিবছর এই দিনটিতে চলচ্চিত্রের কাছের মানুষসহ ভক্তদের সাথে আনন্দ ভাগ করে নেন শাকিব। তবে এই শোকের সময়ে তিনি এবার এ দিনটিতে কোনো ধরনের অনুষ্ঠান করেননি। যদিও তিনি কলকাতায় আছেন। সেখানেও এমন কোনোকিছুই আয়োজন করেননি। এমনকি তার ভক্তদের কাছে অনুরোধ করেন জন্মদিন আয়োজন যেন না করা হয়।

শাকিব বলেন, ‘খারাপ লাগছে মিজু ভাই চলে গেলেন আমাদের ছেড়ে। এই দিনে আমি দেশে থাকতে পারছি না। এখানেও কাজে মন বসছে না। পাশাপাশি নির্মাতা ইবনে মিজানও আমাদের ছেড়ে চলে গেলেন।  তাদের আত্মার শান্তি কামনা করছি। আমি আমার জন্মদিন পালন করিনি, আর ভক্তদেরও অনুরোধ তারাও যেন কোনো আয়োজন না করেন।’


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares