Select Page

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘পদ্মাপুরাণ’

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘পদ্মাপুরাণ’

বাঙালি হিন্দুর সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাশিদ পলাশ পরিচালিত ‘পদ্মাপুরাণ’ মুক্তি পেতে যাচ্ছে। পদ্মা নদীর বিবর্তন আর পদ্মাপাড়ে বসবাসরত মানুষের জীবননির্ভর গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

চলতি মাসের শুরুর দিকে সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।

এ নির্মাতা বলেন, ‘দুর্গাপূজা ধরে আগামী ৮ অক্টোবর সারা দেশে বড় পর্দায় মুক্তি পাবে পদ্মাপুরাণ। আমরা চেষ্টা করছি সারা দেশে সর্বোচ্চ যতগুলো প্রেক্ষাগৃহে সম্ভব মুক্তি দেয়ার।’

গত মার্চে সিনেমাটির ‘নোনা’ শিরোনামের একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই গানটি বেশ সাড়া ফেলে।

পুণ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত পদ্মাপুরাণ সিনেমায় অভিনয় করেছেন প্রসূন আজাদ, সাদিয়া মাহি, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সুচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন।

এর আগে ‘নাইওর’ নামের একটি ছবি শুরু করেছিলেন রাশিদ পলাশ। কয়েক বছরেও সেই ছবি শুরু হয়নি। বর্তমানে পরীমনি কারাগারে আটক থাকায় ঝুলে গেছে নির্মাণাধীন ‘প্রীতিলতা’।


মন্তব্য করুন