Select Page

‘দেবী’ পরিচালকের দ্বিতীয় সিনেমা কী নিয়ে?

‘দেবী’ পরিচালকের দ্বিতীয় সিনেমা কী নিয়ে?

আয়নাবাজি’র চিত্রনাট্যকার হিসেবে অনম বিশ্বাসের পরিচিত ছড়ায় দর্শকদের মাঝে। এর পর সরকারি অনুদানে নির্মাণ করেন হিট সিনেমা ‘দেবী’।

সম্প্রতি ঘোষিত ২০১৯-২০ সালের সরকারি অনুদান জিতে নিয়েছি অনম পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘ফুটবল ৭১’। নাম থেকেই বোঝা যাচ্ছে এই ছবির সঙ্গে জড়িয়ে আছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ফুটবল। কীভাবে?

এ বিষয়ে অনম বিশ্বাস বলেন, “আমি মুক্তিযুদ্ধের সিনেমা ‘ফুটবল ৭১’-এর জন্য অনুদান পেয়েছি। এজন্য সরকারের প্রতি কৃতজ্ঞ। আমার সিনেমার প্লট মুক্তিযুদ্ধের সময়। তখন ‘স্বাধীন বাংলা ফুটবল টিম’ নামের একটি ফুটবল খেলার দল ছিল। তারা মুক্তিযুদ্ধের সময়েই ভারতের সঙ্গে বেশ কটি ম্যাচ খেলে ফান্ড সংগ্রহ করেছিল বাংলাদেশিদের শরণার্থীশিবিরে দেওয়ার জন্য। এই টিমটির মধ্যে যে দেশপ্রেম, স্বাধীন হওয়ার জন্য যে প্রবল ইচ্ছা ও দেশাত্মবোধের চেতনা জাগ্রত হয়েছিল, তা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস। সেই জায়গা থেকেই সিনেমাটি বানাব।”

সঙ্গে যোগ করেন, “যেহেতু এটি একটি নির্দিষ্ট সময়ের গল্প, তাই এর চূড়ান্ত চিত্রনাট্য ও শ্যুটিংয়ে যাওয়ার জন্য আমাকে অনেক ধরনের প্রস্তুতি নিতে হবে।”

“সবকিছু শেষ করে আগামী বছরের শুরুর দিকে শ্যুটিংয়ে যেতে পারব বলে আশা করছি। জনপ্রিয় তারকাদের পাশাপাশি নতুন কিছু শিল্পী নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। এটি একটি পুরুষ ফুটবল টিমের গল্প হলেও, এখানে নারী চরিত্রও থাকবে। কারণ এটি একটি ফিকশন। একটি পূর্ণাঙ্গ বিনোদনমূলক সিনেমা করার জন্য যা করা দরকার তা যুক্ত করার স্বাধীনতা আমার রয়েছে”, বললেন প্রথম সিনেমাতেই বাজিমাত করা অনম বিশ্বাস।


মন্তব্য করুন