Select Page

দ্বিতীয়বার মহরত করবেন রফিক শিকদার

দ্বিতীয়বার মহরত করবেন রফিক শিকদার

rofiq-shikdar.jpg‘আমি আগামী ২০ তারিখ এফডিসিতে মহরত করে ঘোষণা দেব। নতুন নায়ক-নায়িকাকে পরিচয় করিয়ে দেব। এরই মধ্যে সবার সঙ্গে কথা বলে বিষয়গুলো চূড়ান্ত করেছি। সেদিন প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও পরিচয় হবে সবার।’

নির্মাণ জটিলতায় পড়া ‘আমি শুধু তোর হবো’ নিয়ে এনটিভি অনলাইনকে কথাগুলো বললেন পরিচালক রফিক শিকদার

এমটি মিডিয়া অ্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত হওয়ার কথা ছিল। তবে প্রযোজক ও নায়কের সঙ্গে বোঝাপড়ায় সমস্যা হওয়ার কারণে স্থগিত হয় সিনেমাটি। বাদ পড়েছেন ১৯ জুলাইয়ের মহরতে নাম ঘোষিত হওয়া নিরবজাকিয়া বারী মম। একমাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মহরত করে সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়েছেন এ নির্মাতা।

রফিক আরও বলেন, ‘অনেকেই নিউজ করছেন আমাকে নাকি ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। আসলে বিষয়টা এমন নয়। প্রযোজকের সঙ্গে আমার বনিবনা না হওয়ায় আমি ছবিটি থেকে সরে দাঁড়িয়েছি। একটা চিত্রনাট্য আমার কাছে সন্তানের মতো, কেউ সেটি বদলাতে বললেই আমি তা করতে পারব না। আমি আমার গল্প নিয়েই ছবিটি শুরু করছি। নতুন নায়ক-নায়িকা নিয়ে কাজটি করছি।’

রফিকের সিনেমা থেকে বাদ পড়লেও নিরব-মম একই প্রযোজকের ‘ভালোবেসে তোর হবো’ সিনেমার শুটিংয়ে বর্তমানে বান্দরবান অবস্থান করছেন।


মন্তব্য করুন