Select Page

দ্বিতীয়বার যৌথ প্রযোজনায় শাকিব

দ্বিতীয়বার যৌথ প্রযোজনায় শাকিব

shakib khan

যৌথ প্রযোজনার অনিয়ম নিয়ে বরাবরই সোচ্চার ঢালিউডের শাকিব খান। কয়েকদিন আগেও ওইসব সিনেমায় দেশী নায়কদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ তোলেন।

এ দিকে দুইদিন ধরে শোনা যাচ্ছে দ্বিতীয়বারের মতো যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব। আর তার বিপরীতে থাকছেন শুভশ্রী। ছবিটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক রাজা চন্দ। এ নিয়ে সৃষ্ট হয়েছে ধোঁয়াশা।

এসব তথ্য একদমই উড়িয়ে দেননি শাকিব। তিনি বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ‘আমার সঙ্গে তাদের বেশ কয়েকবার বৈঠক হয়েছে। কিন্তু চূড়ান্ত না হলে এ বিষয়ে মুখ খুলতে চাই না।’

শোনা যাচ্ছে ছবিটি প্রযোজনা করবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। এমন খবরের প্রেক্ষিতে জাজের ফেসবুকে লেখা হয়, ‌‘যার বিয়ে তার খবর নেই, অন্যদিকে পাড়া প্রতিবেশীর ঘুম নেই বললেই চলে। আলোচনা চলছে। তবে চূড়ান্ত কোনো কিছু হলে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানাতে চাই। এখনও চূড়ান্ত কিছুই হয়নি।

এর আগে শুভশ্রী যৌথ প্রযোজনার ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে শাকিবকে দেখা যায় ‘সবার উপর তুমি’ চলচ্চিত্রে। এতে তার নায়িকা ছিলেন স্বস্তিকা মুখার্জী

 


মন্তব্য করুন