Select Page

দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে শিহাব শাহীন

দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে শিহাব শাহীন

shihab-shaheen-01

ছুঁয়ে দিলে মন’ এর সাফল্যের পর দ্বিতীয় চলচ্চিত্রের প্রি-প্রোডাকশন শুরু করে দিয়েছেন পরিচালক শিহাব শাহীন। ছবির পাত্রপাত্রী ঠিক না হলেও চিত্রনাট্য লেখা শেষ বলে জানান তিনি।

দ্বিতীয় সিনেমা প্রসঙ্গে শিহাব শাহীন এনটিভিবিডিকে বলেন, ‘এই ছবিতে রাজনীতি, প্রেম, মারামারি সব থাকবে। নায়ক-নায়িকার ক্যাম্পাস জীবনের টানাপোড়ন=প্রেমসহ অনেক বিষয় ছবিতে তুলে ধরা হবে। ২০১০ সালে এই ছবি করার পরিকল্পনা ছিল আমার।’

তিনি আরো বলেন, “এই ছবির আয়োজন ও ক্যানভাস বিশাল আকারের। তাই এটা আগে না বানিয়ে ‘ছুঁয়ে দিলে মন’ ছবির কাজ করেছি। পরিচালকরা ছবি দর্শকদের বিনোদনের জন্য বানালেও কিছু সমাজ সচেতনতামূলক বার্তা দেওয়ার চেষ্টা করেন। এই ছবিতে আমার নিজস্ব মতামতের পাশপাশি অনেক সামাজিক বার্তা পাবেন দর্শক। এটা হবে পূর্ণাঙ্গ একটি সিনেমা।”

নাম ঠিক না হওয়া চলচ্চিত্রটির শুটিং প্রসঙ্গে বলেন, ‘আসছে নভেম্বরে শীতের সময়টা ক্যামেরায় ধরতে চাই। ছবির নাম ও নায়ক-নায়িকা এখনো নিবার্চন করিনি, তবে শীতে শুটিং শুরু করতে যাচ্ছি এই খবর পাক্কা।’

এ দিকে মে মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রদর্শিত হবে ‘ছুঁয়ে দিলে মন’।


মন্তব্য করুন