Select Page

দ্বৈত চরিত্রে ববি

দ্বৈত চরিত্রে ববি
images12প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করতে যা্ছেন ববি। ‘অ্যাকশন লেডি’ নামের একটি ছবিতে দু-দুটি চরিত্রে অভিনয় করছেন তিনি।
১০ ডিসেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে।
ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করবেন রোজ।
ববি বলেন, ‘ছবির গল্প আমার ওপর। ছবির প্রয়োজনে এরই মধ্যে আমি মারধর শিখে নিয়েছি। ছবির পুরো অংশেই আমাকে অ্যাকশন দৃশ্যে কাজ করতে হবে। একটু ভয়ও করছে। তবে পাশাপাশি বিশ্বাসও আছে- আমি পারব।’


মন্তব্য করুন