Select Page

‘ধূমকেতু’ নায়িকার ক্ষোভ

‘ধূমকেতু’ নায়িকার ক্ষোভ

tanha-tasnia

শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে ৯ ডিসেম্বর। ত্রিভূজ প্রেমের কাহিনীতে নির্মিত হলেও শাকিব খানপরী মনির চেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে অপর নায়িকা তানহা তাসনিয়াকে। প্রাথমিক চিত্রনাট্য অনুযায়ী চিত্রায়ন তো হয়নি, উল্টো শুট হওয়া দৃশ্য বাদ দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রকাশিত পোস্টার ও ট্রেলারজুড়ে শাকিব-পরীকে দেখা গেলেও পাওয়া যায়নি এ নায়িকাকে।

জাগো নিউজকে তিনি বললেন, ‘ছবিতে যখন আমাকে চুক্তি করানো হয়, তখন বলা হয়েছিল ‘ধূমকেতু’তে শাকিব খানের বিপরীতে থাকবে দুই নায়িকা। দুজনের চরিত্রই হবে প্যারালাল। তাছাড়া প্রযোজনায় থাকছে বড় প্রডাকশন হাউস। এখানে সবার চরিত্র গুরুত্ব নিয়ে পর্দায় উপস্থাপন করা হবে। কিন্তু ছবিতে কাজের সময় টের পাই হাওয়া অন্য স্রোতে বইছে।’

এমনকি পারিশ্রমিকের ৪০ ভাগ দিয়ে বাকি অংশ পরিশোধে করেননি নির্মাতা। জানালেন ‘ভোলা তো যায় না তারে’ ছবির এ নায়িকা।

তানহার ভাষ্য, ‘শেষ পর্যন্ত পরিচালক আমাকে সান্তনা দিয়েছেন ‌‌‘আয়নাবাজি’ ছবির উদারহরণ টেনে। তিনি বলেছেন, আরিফিন শুভ আয়নাবাজি ছবিতে অতিথি চরিত্রে ছিলেন! অতিথি কিংবা কেন্দ্রীয় চরিত্র নিয়ে তো আমার প্রশ্ন নয়। আমার কথা হলো- আমাকে তো তিনি বলে নিতে পারতেন যে আমি ধূমকেতুর অতিথি! তা তো বলেননি! আমাকে নায়িকা বলেই নেয়া হয়েছে। এবং আমি স্ক্রিপ্ট পড়েই রাজি হয়েছিলাম। কিন্তু ছবি থেকে আমার চরিত্রের সবটুকুই প্রায় কেটে ফেলে দেয়া হয়েছে। এটা কোনো নির্মাতাসুলভ আচরণ হতে পারে? এটা কেমন ধরণের চলচ্চিত্র নির্মাণের কৌশল? এটা তো স্রেফ প্রতারণা। নতুনদের এভাবে ঠকিয়ে যারা অপরাধ করছে তাদের তো শাস্তি হওয়া উচিত।’

tanha-shakib-dhumketu

তানহা জানান, ছবিতে ৪৪টি সিকোয়েন্স তার থাকার কথা থাকলেও শুটিং হয়েছে ২৫-২৬টির। তিনি জানতে পেরেছেন ছবির মোট ৫৬টা দৃশ্য বাদ গেছে। এমনকি তার গানও বাদ পড়েছে।

তিনি বলেন, ‘বলা হয়েছিল ছবিতে দেখা যাবে শাকিব খানের সঙ্গে আমার বিয়ে হয়! এটা হলেও গল্পে আমার একটা মূল্য থাকতো। কিন্তু সেটাও করানো হয়নি। সবমিলিয়ে আমি খুবই বিরক্ত এই ছবিটি নিয়ে। একজন নতুনের জন্য এই ধরনের ছবি হুমকিস্বরুপ। শাকিবের বিপরীতে বলেই ‘ধূমকেতু’ ছবিটি আমার ক্যারিয়ারের জন্য একটা প্লাস পয়েন্ট হবে ভেবেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে এটা আমার জন্য একটা বিষফোঁড়া! ছবিটা মুক্তি না পাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছিনা।’

এদিকে তানহার অভিযোগের সত্যতা জানতে শফিক হাসানের মোবাইলে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায় বলে উল্লেখ করে জাগো নিউজ।


মন্তব্য করুন